করোনাভাইরাসের ভারতীয় ধরন 'সারাবিশ্বের জন্য উদ্বেগের', ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাসের যে ভ্যারিয়েন্ট গত বছর ভারতে প্রথম পাওয়া গেছে তা সারাবিশ্বের জন্য উদ্বেগের বলে শ্রেণীবদ্ধ করা হয়েছে। কিছু প্রাথমিক গবেষণায় দেখা গেছে এটি খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে।

_sbs_news_wide_16x9_copy_01.00_04_32_19.still010.jpg
Published 11 May 2021 11:28am
Updated 11 May 2021 12:12pm
Presented by Shahan Alam
Source: Reuters


Share this with family and friends