ছোট ও মাঝারি আকারের ব্যবসাগুলো সরকারের গ্যারান্টিযুক্ত ঋণ গ্রহণ করার সুযোগ পাবে।
বিনিয়োগে গতি আনার জন্য সেগুলোকে ১ মিলিয়ন ডলার পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
এই পরিকল্পনাটিতে মনোযোগ দেওয়া হয়েছে খাটানো মূলধন থেকে বিনিয়োগ-ঋণের প্রতি। এছাড়া, ঋণের সীমা ২৫০,০০০ ডলার থেকে বাড়িয়ে ১ মিলিয়ন ডলার করায় প্রায় ৩.৫ মিলিয়ন কোম্পানি এত্থেকে উপকৃত হবে।
ঋণের মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হবে। আগামী বছরের জুন পর্যন্ত এই প্রোগ্রামটি পরিচালিত করার জন্য প্রস্তাব করা হয়েছে।
ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ বলেন, ব্যবসাগুলো এই ঋণের অর্থ দিয়ে যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় উপকরণ কিনতে পারবে কিংবা অন্যান্য ক্ষেত্রেও বিনিয়োগ করতে পারবে।
সোমবার স্কাই নিউজকে তিনি বলেন,
“ছোট ব্যবসাগুলো যদি আমাদের অর্থনীতির মেরুদণ্ড হয়, তাহলে আমাদের পুনরুদ্ধার কার্যক্রমের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ অংশে পরিগণিত হবে।”
তিনি বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে ১৫,৫০০ টি ব্যবসা ১.৫ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। এক্ষেত্রে সরকার ও ব্যাংকগুলো ৫০-৫০ গ্যারান্টি দিচ্ছে।
নাইন নেটওয়ার্ককে মিস্টার ফ্রাইডেনবার্গ বলেন,
“আমরা তাদেরকে তুলনামূলকভাবে কম হারে এবং দীর্ঘ সময়ের জন্য অর্থ গ্রহণের সুযোগ করে দিচ্ছি।”
এই উদ্যোগটি বৃহস্পতিবারের “মিনি-বাজেট”-এর অংশ। এতে জবকিপার বেতন ভর্তুকিগুলোর ভবিষ্যৎ রূপরেখা এবং করোনাভাইরাস সহায়তার চিত্র তুলে ধরা হয়েছে।
মিস্টার ফ্রাইডেনবার্গ বলেন, এই বৈশ্বিক মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া কীভাবে মোকাবেলা করবে সে সম্পর্কে অর্থনৈতিক পূর্বাভাষ দেওয়া হয়েছে এই বিশাল দলিলে।