অস্ট্রেলিয়ার বেশিরভাগ স্থানে গত সোমবার, ১৩ জুলাই থেকে পরিবারগুলো চাইল্ডকেয়ার ফিজ প্রদান করা পুনরায় শুরু করেছে। এই খাতে মরিসন সরকার যে সহায়তা প্রদান করছিল তা এখন বন্ধ করা হয়েছে।
১৩ জুলাই সরকার ইমার্জেন্সি ফ্রি চাইল্ডকেয়ার প্যাকেজ বন্ধ করেছে। এর স্থলে রয়েছে ৭০৮ মিলিয়ন ডলারের একটি অন্তর্বর্তীকালীন প্যাকেজ যা কিনা করোনা-সঙ্কটের আগে এই খাতের রেভিনিউয়ের এক চতুর্থাংশের সমান।
লেবার দলের আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ক মুখপাত্রী আমান্ডা রিশওয়ার্থ মনে করেন, করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর আগের ব্যবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্তটির ফলে বহু পরিবার এখনও জানে না যে, তারা কীভাবে এর সঙ্গে মানিয়ে চলবে।
তিনি বলেন, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী শুরু হওয়ার আগেই চাইল্ডকেয়ারের খরচ বছরে ৭.২ শতাংশ বেড়েছিল। তখন মানুষ নিজের পকেট থেকে খরচ করতো।
গত রবিবার তিনি রিপোর্টারদেরকে বলেন,
“বহু বাবা-মায়ের জন্য এটি সামাল দেওয়া অনেক কঠিন। তাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে, তারা কি চাইল্ডকেয়ার ফিজ প্রদান করবে নাকি তাদের সন্তানদেরকে এত্থেকে পুরোপুরি ছাড়িয়ে আনবে।”
“এটি সবচেয়ে খারাপ সময়ে করা হলো যখন কিনা পরিবারগুলোকে সহায়তা করার প্রয়োজন ছিল।”
যাহোক, মেলবোর্নের মেট্রোপলিটানের লকডাউন করা এলাকাগুলোতে পরিবারগুলোকে সামান্য স্বস্তি প্রদান করা হয়েছে।
লকডাউন করা এলাকাগুলোর উপযুক্ত শিশুদেরকে টার্ম-৩ এ বিনামূল্যে সেশনাল কিন্ডারগার্টেন-এর সুবিধা প্রদান করা হবে।
অর্থায়নকৃত একটি কিন্ডারগার্টেন প্রোগ্রামে নিবন্ধিত উপযুক্ত প্রতিটি শিশুর জন্য ৪৬০ ডলার করে প্রদান করা হবে।
এসব এলাকার বাইরে অবস্থিত উপযুক্ত কিন্ডারগার্টেনগুলোতে এর অর্ধেক ভর্তুকি প্রদান করা হবে।
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। ।
অস্ট্রেলিয়া জুড়ে করোনাভাইরাস পরীক্ষা এখন ব্যাপকভাবে বিস্তৃত করা হয়েছে। আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
আপনার মোবাইল ফোনের অ্যাপ স্টোর থেকে ফেডারাল সরকারের করোনাভাইরাস ট্রেসিং অ্যাপ COVIDSafe ডাউনলোড করা যাবে।
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।
অস্ট্রেলিয়ার বৈচিত্রময় সম্প্রদায়গুলোকে কোভিড-১৯ এর সর্বশেষ অবস্থা জানাতে এসবিএস দৃঢ়প্রতীজ্ঞ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: .
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন: