যদিও জয়া বচ্চন এবং অমিতাভ-কন্যা শ্বেতা নন্দার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। শ্বেতার দুই সন্তান অগস্ত্য এবং নভ্যা নভেলির করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে বচ্চন পরিবারের বিলাসবহুল আবাসন ‘জলসা’।
শনিবার অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁদের হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু জানা গিয়েছিল, অমিতাভের স্ত্রী জয়া বচ্চন ও পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।রিপোর্ট নেগেটিভ আসে অমিতাভ-নাতনি আরাধ্যার রিপোর্টও।
কিন্তু রবিবার রিপোর্টে ঐশ্বর্য-আরাধ্যাও পজিটিভ হলেন।মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, মৃদু উপসর্গ দেখা দেওয়ায় বচ্চন পরিবারের সদস্যরা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। তাতেই অমিতাভ এবং অভিষেক কোভিড পজিটিভ বলে জানা যায়।
বিএমসি সূত্রে খবর, শনিবার ঐশ্বর্য-আরাধ্যার যে টেস্ট করা হয়েছিল অ্যান্টিজেন টেস্ট। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আইসিএমআর-এর নির্দেশ হল, অ্যান্টিজেন টেস্টে কারও রিপোর্ট নেগেটিভ এলেও তা শেষ কথা নয়। করাতে হবে আরটিপিসিআর টেস্ট। রবিবার সেই আরটিপিসিআর টেস্ট রিপোর্টেই করোনা পজিটিভ আসেন ঐশ্বর্য-আরাধ্যাও।তবে, ঐশ্বর্য, আরাধ্যাকে হাসপাতালে ভরতি করা হচ্ছে কিনা, তা নিয়ে এখনও কোনও খবর মেলেনি।
অমিতাভ ও অভিষেকের রিপোর্ট পজিটিভ আসার পরই মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর জানিয়েছিলেন, জয়া, ঐশ্বর্য ও আরাধ্যাকে আইসোলশনে থাকতে বলা হয়েছে। অমিতাভের বাংলো জলসা-সহ তিনটি বাংলোই জীবাণুমুক্ত করা হয়েছে। সেইসঙ্গে বাংলোর গেটে ঝোলানো হয়েছে কনটেইনমেন্ট জোনের নোটিশ।
সূত্রের খবর, গত কয়েকদিনে অমিতাভ ও অভিষেকের সংস্পর্শে এসেছিলেন প্রায় ১০০ জন। তাঁদের খুঁজে বের করা হচ্ছে। তাঁদের প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হতে পারে বলে খবর। মুম্বইয়ের নানাবতী হাসপাতালের তরফে রবিবার জানানো হয়েছে, বর্তমানে আইসোলেশনে রয়েছেন বিগ বি। তাঁর সামান্য উপসর্গ রয়েছে। কিন্তু তিনি স্থিতিশীল রয়েছেন। হাসপাতালের বক্তব্যে কিছুটা স্বস্তিতে অমিতাভ বচ্চনের ফ্যানেরা।
নোভেল করোনার প্রকোপ সামাল দিতে ২৪ মার্চ দেশ জুড়ে লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তার জেরে বলিউডের যাবতীয় শুটিং বন্ধ।সম্প্রতি আনলক পর্ব শুরু হলে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করে মায়ানগরী। কাজে ফেরেন অভিষেক বচ্চনও। কয়েক দিন আগেই নিজের ওয়েবসিরিজ,ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ-এর জন্য একটি ডাবিং স্টুডিয়োয় দেখা যায় তাঁকে।
অভিষেক কোভিড পজিটিভ জানার পর ওই স্টুডিয়োটি আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। গত ১০ দিনে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের ডাক্তারি পরীক্ষা করাতে অনুরোধ জানিয়েছেন অমিতাভ বচ্চন নিজে।