ফাইন্যান্স মিনিস্টার ম্যাথিয়াস কোরম্যান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য যদি মেডিকেল অ্যাডভাইস হিসেবে দেশের বিভিন্ন স্থানে লক ডাউন করতে বলা হয়, তবে তা বাস্তবায়নে ইতস্তত করবে না মরিসন সরকার।
কোভিড-১৯ কেসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে তাসমানিয়া এবং নর্দার্ন টেরিটোরি নিজেরাই লকডাউন ঘোষণা করেছে।
ভিক্টোরিয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার আরও ৫০ টি সুনিশ্চিত কেস সংখ্যা বেড়েছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া জুড়ে আক্রান্তের সংখ্যা ১,১০০ ছাড়িয়ে গেছে।
সিনেটর কোরম্যান রবিবার স্কাই নিউজকে বলেন,
“আমরা বিশ্বাস করি না যে আমরা এই ভাইরাস ছড়িয়ে পড়া থামাতে পারবো। তবে এটাকে ধীর করার জন্য আমরা সুনিশ্চিতভাবেই চেষ্টা-প্রচেষ্টা চালিয়ে যেতে পারি... মানুষের জীবন বাঁচাতে।”
তিনি বলেন, মেডিকেল অ্যাডভাইস হিসেবে বলা হলে সরকার বিভিন্ন এলাকায় লক ডাউন বাস্তবায়ন করবে।
“এই পরামর্শ দেওয়া হলে তা বাস্তবায়নে আমরা ইতস্তত করবো না।”
এদিকে, ব্যবসাগুলো যেন কর্মী ছাঁটাই না করে সেজন্য তাদেরকে দ্বিতীয় দফায় ৬৬ বিলিয়ন ডলার আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মাত্র ১০ দিন আগেই ১৭.৬ বিলিয়ন ডলার আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সিনেটর কোরম্যান তৃতীয় দফায় আর্থিক প্রণোদনা ঘোষণারও ইঙ্গিত দেন।
তিনি জনগণের প্রতি অনুরোধ করেন সেল্ফ-আইসোলেশন এবং সোশাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য। গত শুক্রবার একদল লোক সমুদ্র সৈকতে গিয়েছিল এবং সামাজিক দূরত্ব বজায় রাখে নি। ফলে, বন্ডাই-সহ অন্যান্য সমুদ্র সৈকত বন্ধ করা হয়েছে।
সিনেটর কোরম্যান বলেন,
“কর্তৃপক্ষের দেওয়া পরমর্শের প্রতি মনোযোগ দিতে হবে মানুষের।... তাদের নিজের নিরাপত্তার জন্যই।”রুবি প্রিন্সেস ক্রুজ শিপ থেকে সিডনিতে গত বৃহস্পতিবার চার জন তাসমানিয়ান নেমে এসেছেন। তাদের সবাই সুনিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেদিন ক্রুজ শিপ থেকে নেমে আসার পর শুক্রবার সিডনিতে একজন তাসমানিয়ান নারীর করোনাভাইরাস সনাক্ত হয়। তিনি এখনও সিডনিতে রয়েছেন এবং নিউ সাউথ ওয়েলস হেলথ তার ভার নিয়েছে।
A beachgoer trying to enter a closed-off Bondi Beach. Source: AAP
সেই একই জাহাজের আরেক নারী এবং দু’জন পুরুষের আক্রান্ত হওয়ার বিষয়টি শনিবারে তাসমানিয়ায় ধরা পড়ে।
সেই ক্রুজ শিপটিতে থাকা তাসমানিয়ার ৫৪ জন অধিবাসীর সঙ্গে স্বাস্থ্য কর্তৃপক্ষ যোগাযোগ করেছে। তাদের যাদের মধ্যে এ রোগের লক্ষণ রয়েছে তাদের স্বাস্থ্য ও করোনাভাইরাস পরীক্ষা করা হবে।
এদিকে, রুবি প্রিন্সেস ক্রুজ শিপ ছাড়াও আরও চারটি জাহাজ সনাক্ত করেছে নিউ সাউথ ওয়েলস সরকার, যেগুলোতে কোভিড-১৯ এর সংক্রমণ হয়েছে।
সেই জাহাজগুলো এ মাসে সিডনিতে এসেছিল এবং সেগুলোতে হাজার হাজার যাত্রী রয়েছে। সেগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত যাত্রীও আছে।একটি স্টেটমেন্টে নিউ সাউথ ওয়েলস হেলথ বলেছে, ক্রুজ শিপগুলোর ঝুঁকি যাচাই করে দেখাটা তাদের আওতার অনেক বাইরে।
The Ruby Princess cruise ship docked in Sydney's Circular Quay. Source: NSW Port Authority
ইন্টারন্যাশনাল ক্রুজগুলোতে সকল ভ্রমণকারীকে স্থল-ভূমিতে অবতরণের পর ১৪ দিন সেল্ফ-কোয়ারেন্টিন-এ যেতে হবে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস হেলথ।
নতুন ৮৩টি কেসের পর নিউ সাউথ ওয়েলসে সুনিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৩৬ এ পৌঁছেছে।