ফেডারেল সরকার পারিবারিক সহিংসতার শিকার অস্থায়ী অভিবাসীদের জন্য ১০ মিলিয়ন ডলার বৃদ্ধির ঘোষণা দিয়েছে

নতুন তহবিলের বেশিরভাগই রেড ক্রস পাইলট প্রোগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে বিতরণ করা হবে। এই প্রোগ্রামটি পারিবারিক সহিংসতার শিকার অস্থায়ী ভিসাধারীদের সাহায্য করতে ৩,০০০ ডলার পর্যন্ত দেবে।

20170614001309092786-original.jpg
গুরুত্বপূর্ণ দিকগুলো

  • অনেক অস্থায়ী ভিসাধারীরা সামাজিক বিচ্ছিন্নতা, ইংরেজি ভাষা না জানা এবং স্পনসরশিপ ছাড়া অস্ট্রেলিয়া থেকে চলে যেতে হবে এমন আশঙ্কার কারণে অবমাননাকর পরিস্থিতির মুখোমুখি হন। 
  • এই তহবিলের বেশিরভাগ অস্থায়ী ভিসাধারীদের মধ্যে যারা সহিংসতার শিকার তাদের বিতরণ করা হবে ১২-মাসের একটি রেড ক্রস পাইলট প্রোগ্রামের মাধ্যমে। এতে তারা আবাসন, খাবার এবং চিকিৎসা সহায়তার জন্য ৩,০০০ ডলার করে পাবে।
  • গত বছর মোনাশ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদনে দেখা গেছে, ভিক্টোরিয়ার প্রথম লকডাউনের সময় অস্থায়ী অভিবাসীদের তিন-চতুর্থাংশ দেশীয় ও পারিবারিক সহিংসতার জন্য সহায়তা চেয়েছিল। 

 

পারিবারিক সহিংসতা থেকে রক্ষা পেতে চেষ্টা করা অস্থায়ী ভিসাধারীদের সহায়তা দিতে ফেডারেল সরকার ১০ মিলিয়ন ডলার তহবিল বৃদ্ধির ঘোষণা করেছে।

পারিবারিক সহিংসতা সার্ভিসগুলো দীর্ঘদিন ধরে অস্থায়ী অভিবাসীদের সহায়তা করার জন্য আরও বেশি জোর দেয়ার আহ্বান জানিয়েছে, বিশেষ করে যারা সরকারী কল্যাণ ভাতা পাওয়ার সুযোগের অভাবে দুর্ব্যবহারের শিকার হন।

অনেক অস্থায়ী ভিসাধারীরা সামাজিক বিচ্ছিন্নতা, ইংরেজি ভাষা না জানা এবং স্পনসরশিপ ছাড়া অস্ট্রেলিয়া থেকে চলে যেতে হবে এমন আশঙ্কার কারণে অবমাননাকর পরিস্থিতির মুখোমুখি হন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মিনিস্টার ফর উইমেন্স সেফটি অ্যান রুস্টন বলেন, "আমরা নিশ্চিত করতে চাই যে, কোন নারীর ভিসার অবস্থা যা-ই হোক না কেন, তিনি যেন যখন প্রয়োজন তখন সহায়তা পেতে সক্ষম হন।"

তিনি বলেন, "অস্থায়ী ভিসায় অস্ট্রেলিয়ায় বসবাসরত মহিলা এবং শিশুরা পারিবারিক সহিংসতার জন্য সহায়তা সার্ভিসে রিপোর্টিং এবং অ্যাক্সেসে নির্দিষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।"

এই তহবিলের বেশিরভাগ অস্থায়ী ভিসাধারীদের মধ্যে যারা সহিংসতার শিকার তাদের বিতরণ করা হবে ১২-মাসের একটি রেড ক্রস পাইলট প্রোগ্রামের মাধ্যমে। এতে তারা আবাসন, খাবার এবং চিকিৎসা সহায়তার জন্য ৩,০০০ ডলার করে পাবে। কিছু ক্ষেত্রে এটি রেফারেল এবং স্বল্পমেয়াদী কেস ওয়ার্কের জন্যও বরাদ্দ আছে।

এই কর্মসূচিটি এপ্রিল মাসে শুরু হবে এবং প্রথম বছরে ১২০০ জনেরও বেশি নারী সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।

মহিলাদের সরাসরি সহায়তার পাশাপাশি, সিনেটর রুস্টন বলেন যে পাইলট প্রোগ্রামটি সহিংসতার শিকার অস্থায়ী ভিসায় থাকা মহিলাদের ভবিষ্যতের জন্য কর্মসূচি গঠনের জন্য প্রমাণ ভিত্তি হিসাবেও ব্যবহৃত হবে।

এছাড়া বাকী ৩.৫ মিলিয়ন ডলার তহবিল নয়টি কমিউনিটি এবং মহিলাদের আইনী কেন্দ্রগুলির জন্য বরাদ্দ থাকবে যাতে মহিলাদের অভিবাসন এবং আইনী পরামর্শ দেয়া যায়।  

অস্ট্রেলিয়ান রেড ক্রসের মাইগ্রেশন সাপোর্ট প্রোগ্রামের প্রধান ভিকি মাও বলেছেন,"আমরা অস্ট্রেলিয়ান সরকারের এই বিনিয়োগকে স্বাগত জানাই কারণ আমরা জানি যে অস্থায়ী ভিসার লোকেরা সহিংসতা থেকে বাঁচতে সহায়তা পেতে বাধার মুখোমুখি হয়।"

“আমরা প্রোগ্রামটি ডিজাইন ও বাস্তবায়নের জন্য পারিবারিক সহিংসতা খাতের সাথে কাজ করার প্রত্যাশায় রয়েছি। আমরা নিশ্চিত করতে চাই যে কোন ব্যক্তির ভিসার অবস্থা যাই হোক না কেন তারা তাদের প্রয়োজনে সহায়তা পেতে সক্ষম।"

গত বছর মোনাশ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদনে দেখা গেছে, ভিক্টোরিয়ার প্রথম লকডাউনের সময় অস্থায়ী অভিবাসীদের তিন-চতুর্থাংশ দেশীয় ও পারিবারিক সহিংসতার জন্য সহায়তা চেয়েছিল এবং তারা বলেছিল যে তারা তাদের জীবন শংকায় আছে, অন্যায় করেও তারা তাদের অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট করার হুমকি দিয়েছিল।

অনেকে মহামারীজনিত কারণে তাদের চাকরিও হারিয়েছিল এবং আর্থিক সহায়তা পাওয়ার কোন সুযোগ তাদের ছিল না।

গত বুধবার দেশব্যাপী ১৫টি বিশেষায়িত উইমেন্স ভায়োলেন্স সার্ভিস সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল যে তাদের জরুরী ১৫০ মিলিয়ন ডলার অতিরিক্ত তহবিলের প্রয়োজন যাতে প্রাদুর্ভাবের কারণে বেড়ে যাওয়া সহিংসতার ক্ষতি মোকাবেলায় তারা ভালোভাবে কাজ করতে পারে।

ফেডারেল সরকার গত বছর পারিবারিক সহিংসতা সার্ভিসগুলোর জন্য রাজ্য ও টেরিটরিগুলোতে ১৫০ মিলিয়ন ডলার তহবিল সরবরাহ করেছিল।

'পারিবারিক সহিংসতা এবং আপনার ভিসা' বিষয়ে আরো তথ্য পেতে ভিজিট করুন:  

পারিবারিক বা যৌন সহিংসতার বিষয়ে আরো জানতে বা সাহায্যের জন্য ভিজিট করুন: হোয়াইট রিবন অস্ট্রেলিয়া 

এবং পারিবারিক বা যৌন সহিংসতার শিকার হলে সাহায্যের জন্য ফোন করুন 1800RESPECT বা 1800 737 732 এই নাম্বারে

ট্রান্সল্যাটিং এন্ড ইন্টারপ্রেটিং সার্ভিসের জন্য কল করুন 131 450 এই নাম্বারে (২৪ ঘন্টা) এবং আপনি যে প্রতিষ্ঠানের সার্ভিসটি চান তা উল্লেখ করুন 

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের  ভিজিট করুন। 

আরো দেখুনঃ



 


Share
Published 8 April 2021 6:42pm
Updated 8 April 2021 6:45pm
By Maani Truu
Presented by Shahan Alam


Share this with family and friends