গত শনিবার, ৩১শে জুলাই ২০২১ বিকেলে অষ্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স সদস্য (ADF) মোতায়নের ব্যাপারে নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার মাইক ফুলার বক্তব্য দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আমরা আগামী দিনগুলোতে নিউ সাউথ ওয়েলস পুলিশ কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি বাস্তবায়ন কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছি এবং আমি আমাদের এই কর্মসূচিতে গতি আনতে ৩০০ অষ্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স পার্সোনেলদের যোগ দিতে অনুরোধ করেছিলাম।
এর অর্থ হল অষ্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স সদস্যদের সহায়তায় পুলিশ কর্মকর্তাগন খাবারের পার্সেল বিতরন করবেন, দরজায় কড়া নেড়ে ভাল-মন্দের খবর নেবেন এবং লোকজনদের বাড়ীতে থাকার (Stay-at-home) এবং তারা আইসোলেশন বা কমিউনিটি থেকে বিচ্ছিন্ন থাকার আদেশ মেনে চলছে কিনা যাচাই করবেন।নিউ সাউথ ওয়েলস পুলিশ ফোর্স এই অভিযান ব্যবস্থাপনা ও পরিচালনা করবে।
NSW Police Commissioner Mick Fuller announces ADF will support control of Covid measures Source: AAP
নিউ সাউথ ওয়েলস পুলিশ ফোর্সের নির্দেশনায় অষ্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স সদস্যরা সহায়ক ভূমিকা পালন করবেন।
এই অপারেশনটি কমিউনিটির কল্যানে পরিচালিত হবে এবং কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য নিউ সাউথ ওয়েলস হেলথ কর্তৃক জারিকৃত
বাড়ীতে থাকার আদেশটি নিশ্চিতভাবে মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে।
গত ১৮ মাস যাবৎ অষ্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স সদস্যরা (আমাদের) প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছেন- বিশেষ করে গত বৎসর সীমান্ত
অপারেশন, চলমান হোটেল কোয়ারেন্টিন কর্মসূচি এবং পুলিশ অপারেশনস সেন্টারে লজিষ্টিক সার্পোটে সহায়তা দেওয়ার সময়ে।
অষ্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স সদস্যরা এর আগেও দাবানল ও বন্যার সময় সহায়তা প্রদান করেছিলেন।
নিউ সাউথ ওয়েলস পুলিশ ফোর্স নিউ সাউথ ওয়েলসের প্রত্যেকের কল্যান ও নিরাপত্তার জন্য কমিউনিটির সাথে কাজ চালিয়ে যাবে।
আরও দেখুনঃ