- ভিক্টোরিয়ায় ১২২০ জন স্থানীয়ভাবে সংক্রমিত
- নিউ সাউথ ওয়েলসের অধিবাসীদের স্বাস্থ্যবিধি মেনে এনআরএল গেমে জমায়েতের আহবান
- এসিটি তে ৩৮ টি স্থানীয় সংক্রমণ কেস
- তাসমানিয়ায় একটি স্থানীয় সংক্রমণ
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া স্থানীয়ভাবে সংক্রমিত ১,২২০ টি নতুন কেস এবং তিনজনের মৃত্যু রেকর্ড করেছে।
স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যব্যবস্থার কথা আমলে নিয়ে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ। কেননা রোগীর সংখ্যা যত বাড়বে, ততই স্বাস্থ্যব্যবস্থার উপর চাপ বাড়বে।
মানবাধিকার এবং স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে কারণ দেখিয়ে লক ডাউন বিরোধীরা বিক্ষোভ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জন্য যা স্বাধীনতা, স্বাস্থ্যব্যবস্থার জন্য তা কঠিন পরীক্ষা।
গতকাল মেলবোর্নে ভ্যাক্সিন বিরোধী মিছিল থেকে পুলিশ ১০৯ জনকে গ্রেফতার করেছে।
রয়াল মেলবোর্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কর্মরত ম্যানেজার নার্স মিশেল পেন্স বলেন, জুলাই মাস থেকে ভিক্টোরিয়ায় ৯০ জনকে আইসিইউতে চিকিৎসা করা হয়েছে যাদের যারা কেউ পূর্ণ ডোজ টিকা নেননি।
নিউ সাউথ ওয়েলস
এনএসডব্লিউ স্থানীয়ভাবে অর্জিত ৬৬৭ টি নতুন কেস এবং দশ জনের মৃত্যু রেকর্ড করেছে।
এর মধ্য দিয়ে বৃহত্তর সিডনীতে লক ডাউনের শত তম দিন পার হলো। এনআরএল ( ন্যাশনাল রাগবি লীগ) গ্র্যান্ড ফাইনাল এর প্রাক্কালে স্বাস্থ্য মন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড স্থানীয় অধিবাসী সবাইকে সতর্ক করে বলেন,
"ভাইরাস সংক্রমণ থেকে আপনার বাড়ীও নিরাপদ নয়।"
১১ই অক্টোবর থেকে টিকাপ্রাপ্ত কেউ যদি করোনা সংক্রমিত কারোর সংস্পর্শে আসেন তবে তাকে অবশ্যই পরীক্ষা করতে হবে এবং সাত দিনের সেলফ আইসোলেশনে থাকতে হবে। তবে সেলফ আইসোলেশন বা স্ব-বিচ্ছিন্নতার সময়কাল ১৪ দিনের বদলে সাত দিন হবে।
অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা
- এসিটি ৩৮ টি স্থানীয় সংক্রমণ কেস রেকর্ড করেছে, তার মধ্যে ১৬ জন ছোঁয়াচে অবস্থায় কমিউনিটিতে ছিলেন।
- তাসমানিয়ায় একজন কিশোর পজিটিভ সনাক্ত হয়েছে। সে মেলবোর্ন থেকে লন্সেস্টনে বিমানে এসেছিল।
- কুইন্সল্যান্ডে কোন নতুন কেস নেই। পেনরিথ প্যান্থার এবং সাউথ সিডনী র্যাবিটোর মধ্যকার এন আর এল গ্র্যান্ড ফাইনাল যথারীতি আজ সন্ধ্যায় ল্যাং পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- সাউথ অস্ট্রেলিয়া দুজন স্থানীয় সংক্রমণ কেস গতকাল সন্ধ্যায় রেকর্ড করেছে।
Stay home Safe Life - SBS Radio Source: SBS Radio
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস and
- ভিক্টোরিয়া , and
- এসিটি and
- নর্দার্ন টেরিটোরি and
- কুইন্সল্যান্ড and
- সাউথ অস্ট্রেলিয়া and
- ট্যাসমানিয়া and
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া and
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য এর সর্বশেষ আপডেট দেখুন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন: