কোভিড -১৯ আপডেট: ভিক্টোরিয়ায় আবারো রেকর্ড সংখ্যক কেস, আগামীকাল এনআরএল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২ অক্টোবর, ২০২১ এর আপডেট এটি।

Victoria COVID-19

People are seen crossing Bourke Street in Melbourne. Source: AAP/DANIEL POCKETT

  • ভিক্টোরিয়া ১,৪৮৮টি স্থানীয় কেসের নতুন রেকর্ড করেছে
  • NSW স্থানীয়ভাবে অর্জিত ৮১৩টি কেস রেকর্ড করেছে
  • ACT ৫২টি নতুন কেস রেকর্ড করেছে
  • কুইন্সল্যান্ড হোম কোয়ারেন্টাইনে দুটি মামলা রেকর্ড করেছে।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া ১,৪৮৮টি স্থানীয় কোভিড -১৯ কেস এবং দুটি মৃত্যুর নতুন রেকর্ড করেছে। এটি রাজ্যের সর্বোচ্চ দৈনিক কেস সংখ্যা। বর্তমানে হাসপাতালে কোভিড নিয়ে ৪২৯ জন, ৯৭ জন ICU-তে এবং ৫৪ জন ভেন্টিলেটরে আছেন।

একাধিক চিকিৎসা কেন্দ্র ভিক্টোরিয়ার টিয়ার ওয়ানে আছে। এর মধ্যে রয়েছে ওয়ার্নামবুল, শেপার্টন, গিসবোর্ন, ইস্ট বেন্ডিগো, মুকাতাহ এবং বালারাটের আঞ্চলিক সাইট।

রাজ্যের ট্রেজারার টিম পালাস ১৯৬.৬ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন, এতে ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত যোগ্য ব্যবসায়ীদের এককালীন অর্থ প্রদান করবে।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন 

নিউ সাউথ ওয়েলস

এনএসডব্লিউ স্থানীয়ভাবে ৮১৩টি কেস এবং ১০টি মৃত্যুর রেকর্ড করেছে।

এনএসডব্লিউর হাসপাতালে ১,০০৫ জন, ২০২ জন নিবিড় পরিচর্যায় (ICU), ৯৯ জন ভেন্টিলেটরে আছেন।

এনএসডব্লিউ হেলথের ডা: জেরেমি ম্যাকঅনাল্টি রোববার ব্রিসবেনে অনুষ্ঠিত রাগবি লিগ গ্র্যান্ড ফাইনালের আগে বাসিন্দাদের স্বাস্থ্য আদেশ-নির্দেশনা মেনে চলতে এবং অবৈধভাবে ব্যক্তিগত বাড়িতে জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

এসিটি ৫২টি নতুন কোভিড -১৯ কেস রেকর্ড করেছে যার মধ্যে কমপক্ষে ২৯টি কমিউনিটিতে সংক্রামক অবস্থায় ছিল।
কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ বলছে, নতুন দুটি কেস হোম কোয়ারেন্টিনে রয়েছে। তারা দুটি শিশু এবং উভয়েই ব্রিসবেনের বিমান পরিবহনের সাথে যুক্ত।
কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ইভেট ডি'আথ বলেছেন, আগামীকাল এনআরএল গ্র্যান্ড ফাইনাল আয়োজনের জন্য স্টেডিয়ামের চারপাশে পপ-আপ ভ্যাকসিনেশন ক্লিনিক থাকবে যেখানে সাথে সাথে টিকা পাওয়া যাবে।
Victoria vs NSW case numbers
Source: SBS

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 2 October 2021 4:03pm
Updated 2 October 2021 4:06pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends