কোভিড -১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে সর্বোচ্চ সনাক্তের দিনে প্রিমিয়ারের সতর্কতা: রাজ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৩ সেপ্টেম্বর, ২০২১ এর আপডেট এটি।

PARRAMATTA PARK SYDNEY

People are seen exercising outdoor at Parramatta park in Sydney, Friday, September 3, 2021. Source: AAP Image/Dan Himbrechts

  • এনএসডব্লিউ হাসপাতালে প্রায় এক হাজার কোভিড রোগী
  • ভিক্টোরিয়ায় ৫০,০০০ AstraZeneca বুকিং পাওয়া যাচ্ছে
  • ACT ভাড়া না পেলে উচ্ছেদের উপর বারো সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে


নিউ সাউথ ওয়েলস

এনএসডব্লিউ স্থানীয় ১৪৩১টি নতুন কেস এবং ১২ জনের মৃত্যু রেকর্ড করেছে। প্রিমিয়ার বেরেজিকলিয়ান সতর্ক করে দিয়েছেন যে রাজ্যের ডেল্টা সংকট আগামী সপ্তাহগুলিতে আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এখন হাসপাতালে ৯৭৯ জন কোভিড -19 রোগী রয়েছে, যার মধ্যে ১৬০ নিবিড় পরিচর্যা এবং ৬৩ জন ভেন্টিলেটরে রয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ আশা করছে আগামী পনেরো দিনে রোগীর সংখ্যা আরো বাড়বে।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া ২০৮টি স্থানীয় কেস রেকর্ড করেছে, যার মধ্যে ৯৬টি চলতি প্রাদুর্ভাবের সাথে যুক্ত। ষাট-উর্দ্ধ একজন লোক মারা গেছেন।

প্রিমিয়ার অ্যান্ড্রুজ বলেছেন যে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রোগ্রাম চালু হবে আগামী মঙ্গলবার ৭ সেপ্টেম্বর থেকে, এতে তারা ফাইজার কোভিড -১৯ ভ্যাকসিনের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত পরবর্তী দল হয়ে উঠবে।

ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন 

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি)

এসিটি স্থানীয়ভাবে ১৮টি নতুন কেস রেকর্ড করেছে, সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ১৫ জন ছিল।

লকডাউনের কারণে আয় বা কাজের সময় কমে যাওয়ায় বাড়িভাড়া বকেয়া রাখার ফলে আর্থিক সংকটে থাকা ভাড়াটিয়াদের উচ্ছেদের ওপর সরকার বারো সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে।

আপনার ভ্যাকসিনেশন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

সোমবার ৬ সেপ্টেম্বর থেকে কুইন্সল্যান্ডে হোটেল কোয়ারেন্টিনের জন্য ৬৮০টি কক্ষ পাওয়া যাবে, এর আগে হোটেল ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে রাজ্যটি সেখানে প্রবেশে বিরতি দিয়েছিলো।

ভ্যাকসিন পেতে অগ্রাধিকার দেয়া সত্ত্বেও আদিবাসী এবং টরে' স্ট্রেইট আইল্যান্ডের ১৬ বছরের বেশি বয়সী মানুষদের মাত্র ২০ শতাংশ সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত প্রিমিয়ার জেরেমি রকলিফ টাসম্যানিয়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করার ঘোষণা দেন।
alc covid mental health
Source: ALC

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন: 






 

 


Share
Published 3 September 2021 1:39pm
Updated 3 September 2021 3:41pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends