বৃহস্পতিবারে নিউ সাউথ ওয়েলসে ১৬ জন, ভিক্টোরিয়ায় চার জন, কুইন্সল্যান্ডে সাত জন এবং সাউথ অস্ট্রেলিয়ায় তিন জন সহ সর্বমোট ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় এদিন আগের তিনটি মৃত্যু নথিভুক্ত করা হয়েছে।
কুইন্সল্যান্ড ছাড়া বেশিরভাগ রাজ্যেই নতুন সংক্রমণের সংখ্যা স্থিতিশীল ছিল। কুইন্সল্যান্ডে বৃহস্পতিবারে ১০ হাজার ৯৮৪টি সংক্রমণের খবর পাওয়া গেছে, যেখানে বুধবারে তা ছিল ৮ হাজার ৫৩৪টি।অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার পল কেলি প্রতিদিনের কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা প্রকাশ করা থেকে বিরত থাকার পক্ষে মত দিয়েছেন।
Nearly 70 per cent of the eligible population in Australia has received more than two doses of COVID-19 vaccines as at 6 April. Source: Australian Health Department
কোভিড-১৯ টাস্ক ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জন ফ্রেওয়েন সিনেটের এক শুনানিতে বলেন, অনূর্ধ্ব-৪০ বছর বয়সীরা বুস্টার ভ্যাকসিন গ্রহণে অনেক পিছিয়ে আছে। তিনি আরও বলেন, ‘লোকজন এখন ওমিক্রনকে আর আগের ভ্যারিয়েন্টগুলোর মত ভয় পায় না।‘
ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের সমর্থনপুষ্ট এবং অস্ট্রেলিয়ান স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ResApp কাশির শব্দ ব্যবহার করে কোভিড-১৯ এর উপস্থিতি সনাক্ত করার জন্যে একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশান তৈরি করছে।
জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতে তাদের নিয়োগকৃত ৭৪১ জন রোগীর উপর চালানো পরীক্ষায় শতকরা ৯২ ভাগের ক্ষেত্রে সঠিকভাবে কোভিড-১৯ নির্ণয় করা গেছে, যেটি ‘র্যাপিড এন্টিজেন টেস্টের কার্যক্ষমতার চেয়ে অনেকই বেশি।‘
তারা এখন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তরের কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার পরিকল্পনা করছে।
এদিকে ১২ এপ্রিল মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে মহামারী পরিস্থিতি ঘোষণার মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে ভিক্টোরিয়া।
ভিক্টোরিয়ার রাজ্য সরকার মনে করে, রাজ্যের অধিবাসীদের জন্যে এখনও ভাইরাসের গুরুতর ঝুঁকি বিদ্যমান রয়েছে এবং সংক্রমণের হার ও হাসপাতালে ভর্তির সংখ্যা কম রাখার জন্যে নানারকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা বহাল রাখা আবশ্যক।
রাজ্যের অনেক বাসিন্দাই অতীতে মহামারী পরিস্থিতি ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তারা বিশ্বাস করে এই ঘোষণা ভিক্টোরিয়ার সরকারকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে দেয়।
গত বুধবারে সাউথ অস্ট্রেলিয়া ৫ হাজার ৭৮৪টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত করেছে, যেটি রাজ্যের সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড। এর আগের সর্বোচ্চ দৈনিক রেকর্ড ছিল ১৪ জানুয়ারিতে ৫ হাজার ৬৭৯টি কেস।
তবে সুসংবাদ হচ্ছে আগের পূর্বাভাস অনুযায়ী দৈনিক সংক্রমণের সংখ্যা ৮ হাজার ছুঁয়ে ফেলার সম্ভাবনা এখন অনেকটাই কম। সাউথ অস্ট্রেলিয়া হেলথ জানিয়েছে, সংশোধিত তথ্য এখন এই আভাস দিচ্ছে যে প্রতিদিনের কেস সর্বোচ্চ ৫ হাজার ৫০০ হতে পারে।
রাজ্যটির সরকার বেশ কয়েকটি টীকাদান ক্লিনিক খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে যেন ‘টীকা গ্রহণের হার বাড়ে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা কমে।‘
এদিকে চীনে বুধবার ২০ হাজারেরও বেশি নতুন কোভিড-১৯ কেস পাওয়া গেছে, দুই বছর আগে মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দৈনিক সংখ্যা।
অস্ট্রেলিয়ার কোভিড-১৯ পরিসংখ্যান: ৭ এপ্রিল ২০২২
নিউ সাউথ ওয়েলস: ২২ হাজার ২৫৫টি নতুন কেস, ১ হাজার ৪৩৭ জন হাসপাতালে ও ৪৮ জন আইসিইউ-তে রয়েছে এবং ১৬ জনের মৃত্যু হয়েছে
ভিক্টোরিয়া: ১২ হাজার ৩১৪টি নতুন কেস, ২৮৩ জন হাসপাতালে ও ১২ জন আইসিইউ-তে রয়েছে এবং চার জনের মৃত্যু হয়েছে
কুইন্সল্যান্ড: ১০ হাজার ৯৮৪টি নতুন কেস, ৪৪৪ জন হাসপাতালে ও ১৭ জন আইসিইউতে আছে এবং সাতজনের মৃত্যু হয়েছে
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া: ৭ হাজার ৯৯৮টি নতুন কেস, ২৫৬ জন হাসপাতালে ও আট জন আইসিইউ-তে রয়েছে এবং তিন জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি: ১ হাজার ৯৪টি নতুন কেস, ৪৯ জন হাসপাতালে ও তিন জন আইসিইউ-তে রয়েছে এবং কোনও মৃত্যু নেই
টাসমানিয়া: ২ হাজার ৩৬৫টি নতুন কেস, ৪৩ জন হাসপাতালে ও এক জন আইসিইউ-তে রয়েছে এবং কোনও মৃত্যু নেই
নর্দার্ন টেরিটরি: ৫১৩টি নতুন কেস, ২৪ জন হাসপাতালে ও এক জন আইসিইউ-তে এবং কোনও মৃত্যু নেই
সাউথ অস্ট্রেলিয়া : ৬ হাজার ৯১টি নতুন কেস, ২১০ জন হাসপাতালে ও ১২ জন আইসিইউ-তে এবং তিন জনের মৃত্যু হয়েছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
আপনি যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।