৪.১ মিলিয়নের বেশি অস্ট্রেলীয়রা আজ থেকে বুস্টারের দ্বিতীয় ডোজের টীকা নিতে পারবে।
এই ডোজের জন্যে সুযোগপ্রাপ্তদের তালিকায় রয়েছে ৬৫ বছরের বেশি বয়সী জনসাধারণ, এবং পঞ্চাশোর্ধ বয়সী এবঅরিজিনাল ও টরেস স্ট্রেইট আইল্যান্ডার জনগণ। এই তালিকায় আরও রয়েছে বয়স্কসেবাকেন্দ্র ও ডিজএবিলিটি কেয়ারের বাসিন্দারা, এবং ১৬ বছরের বেশি বয়সীরা যাদের রোগপ্রতিরোধক্ষমতা কম।
ATAGI জানিয়েছে, প্রথম বুস্টার ডোজের পরে চার মাস অতিবাহিত হলে তবেই এই চতুর্থ ভ্যাকসিনটি নেয়া যাবে।
আগামী ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া এবং নর্দার্ন টেরিটরিতে বিভিন্ন ইভেন্ট ও শপিং সেন্টারের মাধ্যমে আগ্রহীরা ভ্যাকসিনের জন্যে নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারবেন।
কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা আবারও ৫০০,০০০ ছাড়িয়েছে।
গত রবিবারে নিউ সাউথ ওয়েলসে ১১ জন, এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় তিনজন সহ সারা দেশে কোভিড-১৯ এর কারণে সব মিলিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবারে নিউ সাউথ ওয়েলসে ছয়জনের এবং ভিক্টোরিয়া ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে একজন করে মোট আটজন মৃত্যুবরণ করেছে।
ভিক্টোরিয়াতে আগামী দুইবছরে ইলেক্টিভ সার্জারির সংখ্যা মহামারীর আগের সময়ের চেয়ে শতকরা ১২৫ ভাগ বাড়ানো যাবে বলে আশা করা যাচ্ছে।
টাসমানিয়ার বয়স্কসেবাকেন্দ্র ও ডিজএবিলিটি কেয়ারের কর্মীদের ২৩ এপ্রিল শনিবারের মধ্যেই এই নিয়ে নিতে হবে।
কমিটি সারা দেশে একই নিয়মে কোভিড-১৯ রোগীর ক্লোজ কন্টাক্টদের কোয়ারিন্টিনের প্রয়োজনীয়তা সরিয়ে নেয়ার জন্যে সুপারিশ করেছে।
তারা বলেছে, কোয়ারিন্টিনের বদলে নিম্নোক্ত উপায়ে BA.2 ভ্যারিয়েন্টের মোকাবেলা করা যেতে পারে:
- নিয়মিত র্যাপিড এন্টিজেন টেস্ট করা
- বাড়ি থেকে বের হবার সময়ে মাস্ক পরিধান করা
- বাড়ি থেকে অফিস করা
- ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্লোজ কন্টাক্টদের যাতায়াত সীমিত রাখা এবং কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেয় কিনা সেদিকে নজর রাখা
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
আপনি যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: