এ বছরের (২০২২-২৩) ফেডারাল বাজেট সম্পর্কে ড. রেজা মোনেম বলেন,
“এবারের বাজেটের প্রেক্ষাপট একটু বেশ জটিল। গত দু’বছরের বেশি সময় ধরে কোভিড মহামারীর কারণে বিশ্বে একটা অর্থনৈতিক অস্থিরতা চলছে।”
“সবকিছু অনেক দেশেই একটা মূদ্রাস্ফীতির প্রাদূর্ভাব দেখা দিয়েছে। সেই সাথে যোগ হয়েছে সাম্প্রতিক কালের ইউক্রেন এবং রাশিয়ার সংঘাত বা যুদ্ধ।”
“একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল-সহ ঘর-বাড়ির দাম বেড়ে গেছে, বাড়ি-ভাড়া বেড়ে গেছে, জীবন-যাত্রার ব্যয়ের মান ক্রম-ঊর্ধ্বমান একদিকে, সেই সাথে মহামারী আমাদের সাথে লেগেই আছে।”
তিনি বলেন, এর সাথে যোগ হয়েছে সাম্প্রতিক কালে দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের নর্দার্ন রিভার্স এলাকার বন্যার বিষয়টি।
তার মতে, “চারদিকে এখন নির্বাচনের জোর বাতাস বইছে। মিডিয়াতে বলা হচ্ছে, যে-কোনো সময়ে নির্বাচন ঘোষিত হতে পারে। সবাই ধরে নিচ্ছেন মে মাসের কোনো এক সময়ে নির্বাচন হবে। শুধুমাত্র তারিখটাই এখনও বলা হয় নি।”
ড. রেজা মোনেম বলেন, এই প্রেক্ষাপটে সরকারকে বাজেট দিতে হয়েছে।
ড. রেজা মোনেমের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: