কনসার্টটির আয়োজক সম্প্রীতি মেলবোর্ন নামক একটি সংগঠন।
আয়োজকদের পক্ষে প্রদ্যুৎ দে এসবিএস বাংলাকে বলেন, "এই কনসার্টে বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী শামা রহমান সংগীত পরিবেশন করবেন। রবীন্দ্র সংগীত ছাড়াও তিনি নজরুল সংগীত, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুলপ্রসাদের গান গেয়েও প্রভূত সুনাম কুড়িয়েছেন। মেলবোর্নের শ্রোতাদের কাছে তার কণ্ঠের গায়কী আবারো পৌঁছে দিতেই আমাদের এই প্রয়াস।"
এই কনসার্টে ভারতের দুজন বাঙালি শিল্পীও থাকছেন, তাদের প্রসঙ্গে মিঃ দে বলেন, "পশ্চিম বাংলার জনপ্রিয় শিল্পী সৌম্যজিত, সুরেন্দ্র এবং তাঁদের দল অনেকদিন ধরেই গান করছেন। এর আগে গত ১লা এপ্রিল তাঁরা এসেছিলেন মেলবোর্নে আমাদের সংগঠন ‘সম্প্রীতি মেলবোর্নের' ডাকে সাড়া দিয়ে গান পরিবেশন করতে। যে কোন অনুষ্ঠানে অসম্ভব আকর্ষনীয় গায়কী দিয়ে দর্শক শ্রোতাদের আকৃষ্ট এবং মুগ্ধ করে ফেলেন তাঁরা।"'সম্প্রীতি মেলবোর্ন' সংগঠনটি ২০১৪ সাল থেকে কাজ করে আসছে। বাংলাভাষীদের বিশেষ দিনগুলো যেমন পহেলা বৈশাখ, নববর্ষ, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে।
মেলবোর্নে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে কনসার্ট Source: সংগৃহিত
সংগঠনের কার্যক্রম সম্পর্কে প্রদ্যুৎ দে বলেন, "মেলবোর্নে বাংলাদেশীরা আসতে শুরু করেন স্বাধীনতার পর থেকেই, এবং গত দুই দশকে প্রচুর বাংলাদেশী এখানে ঘর বেঁধেছেন। তারা নিজেদের প্রয়োজনে গড়ে তুলেছেন নানা সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমাদের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রেরণাদায়ী ইতিহাস, অসাম্প্রদায়িকতা, এবং নানা প্রতিকূলতার মাঝেও আমাদের দেশের সাধারন মানুষের টিকে থাকার যে অদম্য ইচ্ছা – তা দেশে কিংবা বিদেশে যেখানেই হোক, আমাদেরকে সাহস ও অনুপ্রেরনা দেয়। এই প্রবাসে সকলে মিলে একটি নিরপেক্ষ প্ল্যাটফরমে একত্রিত হয়ে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং অস্ট্রেলিয়াতে আমাদের ভাষিক-সাংস্কৃতিক পরিচয়কে আরো শক্তিশালী করে তোলাটাই 'সম্প্রীতি মেলবোর্নের' প্রত্যাশা।
শনিবার ৭ই মার্চ সন্ধ্যা সাতটায় মেলবোর্নের দক্ষিণ-পূর্ব শহরতলি রিংউড ইস্টে র কারালিকা সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: