একতারা'র জেনারেল সেক্রেটারি আতিক জামান এসবিএস বাংলাকে জানান, "বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে মেলবোর্নের পশ্চিমে হপার্স ক্রসিংয়ের সেন্ট্রাল পার্ট কমিউনিটি সেন্টারে। এতে মেলবোর্নের সংগঠন একতারা’র কুশিলবরা বাংলার বৈচিত্রময় গান আর কবিতার সমাহার নিয়ে হাজির হবেন আর একতারা’র শিশু শিল্পীরা বাংলা গান, নাচ, কবিতার পাশাপাশি দুই ভাষায় গাইবে বাংলায় ভাষান্তরিত করা তাদের প্রিয় কিছু ছড়া যাতে তারা বাংলা শেখা ও বলার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে।"এছাড়াও অতিথিদের অংশগ্রহনে থাকবে একটা মজার পর্ব আর সেই পর্বের বিজয়ীদের জন্যে পুরষ্কার। আর প্রথমবারের মত কোন সংগঠনের পক্ষ থেকে অতিথিদের দেয়া হবে স্মারক উপহার।
একতারার অনুষ্ঠানে একজন ক্ষুদে শিল্পী Source: Atik Zaman
রসনা বিলাসের জন্যে খাবারের স্টলে চটপটি, ফুচকা, রসমালাইসহ বিভিন্ন জি্হ:বায় পানি নিয়ে আনা খাবার আর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের সুস্বাদু পিঠার সমাহার।
উল্লেখ্য, এবছর বাংলাদেশের স্বাধীনতার ৪৯ বছর পূর্তি হতে যাচ্ছে। আয়োজকরা প্রত্যাশা করছেন এই অনুষ্ঠানে মেলবোর্নের সমস্ত বাংলাদেশিরা সবান্ধবে উপস্থিত থাকবেন।
মি: জামান বলেন, "অনুষ্ঠানে আগত বাচ্চারা চাইলে মঞ্চে তাদের পছন্দমত যে কোন কিছু পারফর্ম করতে পারবে। নতুন প্রজন্মের বাংলাদেশিদের নিজ সংস্কৃতি এবং রাজনৈতিক ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।"'একতারা' সম্পর্কে আতিক জামান বলেন, "এটি মেলবোর্নে গড়ে ওঠা একটি বাংলা সাংস্কৃতিক জোট। অস্ট্রেলিয়ার বহুজাতিক সাংস্কৃতিক আবহে বাংলা ভাষা ও সংস্কৃতির স্বকীয়তা আর ঐতিহ্যকে তুলে ধরার আন্তরিক প্রয়াসে একতারা’র পথচলা।"
একতারার অনুষ্ঠানে দুজন শিল্পী Source: Atik Zaman
তিনি বলেন, "মেলবোর্নে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, যোগাযোগ বৃদ্ধি ছাড়াও বিশেষ বিশেষ দিবসগুলোতে তাদের অংশগ্রহন আর সমর্থনকে সাথে নিয়ে স্থানীয় সংস্কৃতি ও শিক্ষাব্যাবস্থার সাথে সমন্বয় নিশ্চিত করে বাংলা ভাষা আর সাংস্কৃতিক পরিচয়কে প্রজন্মান্তরে পৌছে দেয়ার পাশাপাশি কমুনিটির সামাজিক ও সাংস্কৃতিক উৎকর্ষতা সাধনই একতারা’র প্রত্যয়।"
একতারা'র আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ শে মার্চ, ২০২০, শনিবার বিকেল পাঁচটায় মেলবোর্নের পশ্চিমে হপার্স ক্রসিংয়ের সেন্ট্রাল পার্ট কমিউনিটি সেন্টারে।
আরো পড়ুন: