অস্ট্রেলিয়ার এক্টিং প্রাইম মিনিস্টার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গাকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সাথে তুলনা করে সমালোচিত

অস্ট্রেলিয়ার এক্টিং প্রাইম মিনিস্টার মাইকেল ম্যাক করমেক তার মন্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গাকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সাথে তুলনা করেছেন।

Michael McCormack is the acting Prime Minister of Australia

Michael McCormack is the acting Prime Minister of Australia Source: AAP

এক্টিং প্রাইম মিনিস্টার মাইকেল ম্যাক করমেক সম্প্রতি কিছু মন্তব্য করেছেন যা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন, এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গাকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সাথে তুলনা করা।  

মানবাধিকার গ্রূপগুলো তার মন্তব্যকে অত্যন্ত আপত্তিকর বলেছে এবং তা প্রত্যাহার করে মিঃ ম্যাক করমেককে ক্ষমা চাইতে বলেছে। 

এক্টিং প্রাইম মিনিস্টার মাইকেল ম্যাক করমেকের ওই মন্তব্য মানবাধিকার গ্রূপগুলো সমালোচনা করেছে। তবে তিনি তা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন, এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গাকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সাথে তুলনা করা। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে 'রেইস রায়ট' বলে উল্লেখ করে তিনি 'অল লাইভস ম্যাটার' শ্লোগান ব্যবহার করেছেন।  

মানবাধিকার গ্রূপগুলো মিঃ ম্যাক করমেক ক্ষমা চাইতে বলেছে। তবে ন্যাশনাল পার্টির এই নেতা বলেন তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন না। 

তিনি বলেন, "আমি ক্ষমা চাইব না কারণ প্রতিবাদের নাম করে সহিংসতা কাম্য নয়। আমরা অস্ট্রেলিয়ায় আমাদের অর্থনীতিকে পুনর্নির্মাণ করছি, স্বাস্থ্যখাতে ইতিবাচক কিছু ফলাফল কামনা করছি। এটা ঠিক, এমেরিকায় যা হচ্ছে তা অপ্রয়োজনীয়। কিন্তু আমরা জীবন ও জীবিকা বাঁচাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এটাই আমার কথা।" 

মিঃ ম্যাক করমেক অনলাইনে সরকারি দলের সদস্যদের দ্বারা প্রচারিত করোনাভাইরাস সংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।  

সরকারি দলের ব্যাকবেঞ্চার জর্জ ক্রিস্টেনসেন এবং ক্রেইগ কেলি ফেডারেল স্বাস্থ্য পরামর্শের সাথে বিরোধিতা করে কিছু বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেছেন যা সম্প্রতি সমালোচিত হয়েছে, তারা এমনকি বলেছেন যে হাইড্রোক্সিক্লোরোকুইন কোভিড ১৯ চিকিৎসায় কার্যকরি।  

মিঃ ম্যাক করমেক নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "এগুলো সবই গণতান্ত্রিক সমাজের অংশ।" 

এদিকে মানবাধিকার গ্রূপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নোলান হান্টার ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে মিঃ ম্যাক করমেকের মন্ত্যব্যকে অপমানজনক এবং অবজ্ঞাসূচক বলে বর্ণনা করেছেন।  

মিঃ হান্টার বলেন, পুলিশ হেফাজতে এতো সংখ্যক এবরোজিনাল মানুষ মারা গেছে যে এই বিষয়টিকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের অংশ মনে করা হচ্ছে। 

আরো দেখুন:

Share
Published 13 January 2021 10:22pm
Updated 13 January 2021 10:26pm
By Sofia Petrovic
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends