প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তিনি আশা করছেন ফেব্রুয়ারীর মধ্য বা শেষ থেকে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের টিকা কর্মসূচী শুরু হবে। বৃহস্পতিবার তাকে নতুন করে জানানো হয়েছে।
তিনি বলেন, থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি ফাইজার থেকে মধ্য জানুয়ারির মধ্যে সকল তথ্য-উপাত্ত পাবে আশা করা হচ্ছে এবং জানুয়ারির শেষেই তা অনুমোদন হওয়ার কথা রয়েছে।
ক্যানবেরাতে সাংবাদিকদের উদ্দেশ্যে মিঃ মরিসন বলেন, "ভ্যাকসিন অনুমোদন প্রক্রিয়া স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতেই চলছে, তবে কোন স্টেপ বা কোন প্রক্রিয়া উপেক্ষা করে নয়।"
এস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন ফেব্রুয়ারীর ভেতরেই শেষ হবে বলে কথা রয়েছে।
মিঃ মরিসন বলেন, ফাইজারের প্রটোকল অনুযায়ী অনুমোদনের পর ডেলিভারি পেতে অন্তত দু'সপ্তাহ লাগবে।
আরো দেখুনঃ
তবে তিনি এটাও মনে করিয়ে দেন এই ভ্যাকসিন সংরক্ষণ করতে যে লজিস্টিক্যাল বিষয় রয়েছে তা হলো এটি মাইনাস ৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে।
ডেলিভারির পর অন্তত এক সপ্তাহ লাগবে ভ্যাকসিন ডোজের ব্যাচ টেস্টিং করতে।
ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ নেবার পর দ্বিতীয় ডোজ নিতে হবে ১৫ থেকে ৩০ দিনের মধ্যে।
প্রথমে যারা ভ্যাকসিন পাবে তারা হচ্ছে কোয়ারেন্টিন এবং বর্ডার ওয়ার্কার, ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার, এজেড কেয়ার এবং ডিস্যাবিলিটি ওয়ার্কার এবং এজেড কেয়ার বাসিন্দা, তাদের হাসপাতাল নেটওয়ার্কের মধ্য দিয়ে এই ভ্যাকসিন দেয়া হবে।
মিঃ মরিসন প্রত্যাশা করেন এক সপ্তাহের মধ্যেই ৮০,০০০ ভ্যাকসিন দেয়া হবে এবং এরপর চার থেকে ছয় সপ্তাহের মধ্যে অন্তত চার মিলিয়ন লোককে ভ্যাকসিন দেয়া যাবে, এ প্রক্রিয়া মার্চের মধ্যে শেষ হবে।
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন।
আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: , , , , , , , .
আরো দেখুনঃ