সিডনির করোনাভাইরাস প্রবন নর্থার্ন বীচেসের বেশ কয়েক ব্যক্তি পিরমন্ট এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিলে তাদের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়, এদের ৯ জনকে জরিমানা করা হয়েছে এবং আরো ৩ জনকে একই ভাগ্য বরন করতে হতে পারে।
এই ১২ জন গত রোববার পিরামা রোডের এক বিয়েতে যোগ দিলে কেউ পুলিশকে জানিয়ে দেয়।
এলামবি হাইটস, নারাওইনা, ফ্রেঞ্চস ফরেস্ট এবং বেকন হিল - এই এলাকাগুলোর ৯ জনের প্রত্যেককে ১০০০ ডলার করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয়।
পুলিশ জানিয়েছে ফ্রেঞ্চস ফরেস্ট এবং বেকন হিলের আরো তিন জনকেও জরিমানা করা হবে।
এদিকে নিউ সাউথ ওয়েলস হেলথ জানিয়েছে লক ডাউনের রেস্ট্রিকশন আগামী ৯ জানুয়ারি পর্যন্ত থাকবে।
সর্বশেষ খবর অনুযায়ী, সিডনিতে আরো নতুন ৬ জনের কোভিড ১৯ সংক্রমণের খবর পাওয়া গেছে। এই ৬ জনের তিনজন নর্থার্ন বীচেসের বাইরে থেকে সংক্রমিত।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান সিডনিবাসীদের 'অত্যন্ত সতর্ক' থাকতে বলেছেন।
করোনাভাইরাস ফ্রন্ট লাইন ওয়ার্কারদের ধন্যবাদ জ্ঞাপন করতে তাদের জন্য সিডনির বিখ্যাত নিউ ইয়ার্স ইভ ফায়ার ওয়ার্কসের বার্ড এই ভিউ প্রদর্শনের পরিকল্পনা বাতিল করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন।
আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: , , , , , , ,
আরও দেখুনঃ