সিডনীর নর্থার্ন বীচ এলাকায় প্রাদুর্ভাব সংশ্লিষ্ট আরো ৭ জনের ভাইরাস শনাক্ত হয়েছে, সব মিলিয়ে সেখানে মোট শনাক্ত ৯০, এছাড়া হোটেল কোয়ারেন্টিন সংশ্লিষ্ট আরো একজনের ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে, ওই ব্যক্তি একজন স্বাস্থ্যকর্মী, তিনি আন্তর্জাতিক ভ্রমণকারী রোগীদের এয়ারপোর্ট থেকে হোটেলে স্থানান্তরের কাজে যুক্ত ছিলেন।
প্রিমিয়ার মিজ বেরেজিকলিয়ান মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, রাজ্যের প্রায় রেকর্ড ৪৪,৫০০ ব্যক্তি টেস্ট করিয়েছেন।
তবে ওই শনাক্তের ঘটনাটি এখনো তদন্তাধীন, ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করে বোঝা যাবে এটির উৎস অস্ট্রেলিয়ার বাইরে থেকে কিনা।
নিউ সাউথ ওয়েলস চীফ মেডিক্যাল অফিসার কেরি চ্যান্ট বলেন, 'ওই স্বাস্থ্যকর্মী কয়েকজন রোগীর স্থানান্তরের সাথে যুক্ত ছিলেন, আমরা জেনেছি তিনি পজেটিভ কভিড রোগীর স্থানান্তরের সাথেও যুক্ত ছিলেন। '
'আমরা তাই জরুরী জেনোম সিকোয়েন্সিং করে নিশ্চিত হতে চাচ্ছি এর উৎস নিয়ে এবং আজকের মধ্যেই ফলাফল জানা যাবে। '
এদিকে নিউ সাউথ ওয়েলসের ব্রিফিং হালনাগাদের পরই ভিক্টোরিয়ার হেলথ মিনিস্টার মার্টিন ফলি জানান কোয়ারেন্টিনে থাকা একজন ১৫ বছর বয়সীর করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে, সে নর্থার্ন বীচ এলাকা সফর করে ফিরেছিলো।
তবে মিঃ ফলি জানিয়েছেন, ওই পরিবারটি ভিক্টোরিয়ায় আসার পর আলাদা ছিলেন, তাই ভিক্টোরিয়ান কমিউনিটির কেউ তাদের সংস্পর্শে এসেছেন এমন কাউকে চিহ্নিত করা যায় নি।
এদিকে মিজ বেরেজিকলিয়ান বলেছেন, বুধবার পুরো পরিস্থিতি তারা বিবেচনা করে জানাবেন সিডনীর বাসিন্দারা মুক্তভাবে তাদের পরিবারদের সাথে ক্রিস্টমাস পালন করতে পারবেন কিনা।
'সন্দেহ নেই আমরা কমুউনিটির কাছে যা চাচ্ছি তাই তারা করছে, সবাই টেস্ট করিয়ে নিচ্ছেন, তাদের সাড়া পাওয়া যাচ্ছে, কিন্তু ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা থেকেই যাচ্ছে, কারণ বেশ কিছু স্থান ক্ষীণভাবে হলেও তার সংস্পর্শে এসেছে।'
এদিকে গ্রেটার সিডনীর জিম, রেস্টুরেন্ট, সুপারমার্কেট এবং পাবসহ প্রায় ৫০টি ভেন্যু নিউ সাউথ ওয়েলস হেলথ এলার্টের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, মনে করা হচ্ছে করোনাভাইরাস পজেটিভ রোগীরা ঐসব এলাকা ঘুরে বেড়িয়েছেন।
মিজ বেরেজিকলিয়ান নিউ সাউথ ওয়েলসের সকল বাসিন্দাদের এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছেন।
যেসব ভেন্যু নিউ সাউথ ওয়েলসের হেলথ এলার্ট লিস্টে আছে সেগুলোর নাম এবং পাবলিক ট্রান্সপোর্ট রুট হালনাগাদ করা হচ্ছে।
এখানে উল্লেখ্য, নর্থার্ন বীচের বাসিন্দাদের বুধবার মধ্যরাত পর্যন্ত গৃহে অবস্থান করতে হবে, তবে ব্যায়াম, নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা, পড়াশোনা বা কাজ এবং স্বাস্থ্যগত কারণে বা কাউকে সেবা দেয়ার প্রয়োজনে তারা বাইরে যেতে পারবেন।
এছাড়া বৃহত্তর সিডনী, ব্লু মাউন্টেন এবং সেন্ট্রাল কোস্ট রিজিওনে নতুন স্বাস্থ্য নির্দেশ অনুযায়ী বাসাবাড়ীতে সর্বোচ্চ ১০ জন অতিথির অনুমোদন আছে।
আরও দেখুনঃ