গ্রেটার সিডনির বাসিন্দাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে কোনো কোনো ইনডোর পাবলিক স্পেসে

(উলংগং, সেন্ট্রাল কোস্ট এবং ব্লু মাউন্টেইন্স-সহ) গ্রেটার সিডনির বাসিন্দাদেরকে এখন কোনো কোনো ইনডোর স্পেসে, যেমন, সুপারমার্কেট, শপিং সেন্টার, সিনেমা, থিয়েটার, গণ-পরিবহন, বিউটি স্যালুন, হেয়ার ড্রেসার, উপাসনালয় এবং খেলাধুলার স্থানে মাস্ক পরিধান করতে হবে।

Father helps daughter with mask -  Getty Images - Morsa

Source: Getty Images - Morsa

সোমবার, ৪ জানুয়ারি থেকে মাস্ক পরিধানে ব্যর্থ হলে ২০০ ডলার জরিমানা করা হবে। তবে, ১২ বছরের কম-বয়সী শিশুদের জন্য মাস্ক পরিধান করা বাধ্যতামূলক নয়। যেখানে যেখানে সম্ভব, নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ সবাইকে মাস্ক পরিধান করতে উৎসাহিত করছে।

হসপিটালিটি এবং ক্যাসিনোগুলোর সকল স্টাফকেও মাস্ক পরিধান করতে হবে।

উপাসনালয়, বিয়ে-শাদী এবং অন্ত্যেষ্টিক্রিয়াতে সর্বোচ্চ ১০০ জন এবং প্রতি চার বর্গমিটারে একজন করে অবস্থান করার নিয়ম আরোপ করা হয়েছে। নাইট ক্লাবগুলো পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে। জিম ক্লাসগুলোর ক্ষেত্রে অংশগ্রহণকারীদের সংখ্যা ৫০ জন থেকে ৩০ জনে নামিয়ে আনা হয়েছে।

আউটডোর পারফরমেন্স এবং প্রতিবাদ-কর্মসূচিগুলোতে সর্বোচ্চ অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়ে ৫০০ জন করা হয়েছে। আর, বসার ও টিকেটের ব্যবস্থাসহ এবং চারপাশ ঘেরা আউটডোর জমায়েতগুলোতে সর্বোচ্চ ২০০০ ব্যক্তি অংশ নিতে পারবেন।

আপনার স্টেট কিংবা টেরিটোরির সর্বশেষ দিক-নির্দেশনা সম্পর্কে জানতে হলে দেখুন:


অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।

আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: .

Follow SBS Bangla on .


Share
Published 3 January 2021 2:48pm
By SBS Radio
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends