হাইলাইটস
- এবছরের দক্ষ পেশার তালিকায় পিছিয়ে পড়েছে দেশটির জনপ্রিয় একটি পেশা অ্যাকাউন্টেন্ট। একই সঙ্গে পয়েন্ট টেস্ট ভিত্তিক ভিসাগুলোয় বাড়তি পয়েন্টও প্রয়োজন পড়বে অ্যাকাউন্টেন্ট পেশাদারদের।
- স্কিল মাইগ্র্যাশন এখন অনেক ক্ষেত্রেই স্টেট স্পন্সরের ওপর নির্ভর করছে।
- ক্রিটিক্যাল বা এই মুহূর্তে অতি জরুরী পেশাগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
স্থিতিশীল এবং উন্মুক্ত অর্থনীতির কারণে আন্তর্জাতিক অভিবাসীদের শীর্ষস্থানীয় গন্তব্য অস্ট্রেলিয়া।
প্রতিবছরই দক্ষ পেশাদার ও শিক্ষার্থীদের আকর্ষণ করে দেশটি। আর এজন্য প্রত্যেক অর্থ বছরে অভিবাসন আইনে নানান পরিবর্তনের পাশাপাশি কোন পেশায় কতজন অস্ট্রেলিয়ায় ভিসা পাবে সেটার সুনির্দিষ্ট একটা তালিকা দেয় অস্ট্রেলিয়ার সরকার।
এছাড়াও অভিবাসন ভিসায় সাম্প্রতিক কিছু পরিবর্তন এসেছে এ বিষয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন সিডনিভিত্তিক রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান।পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
Kawsar Khan Source: Kawsar Khan
বিশেষ দ্রষ্টব্যঃ
এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং নির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরো প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন।
আপনি কিভাবে একজন মাইগ্র্যাশন এজেন্ট খুঁজে পাবেন সেজন্য ভিজিট করুন:
আরো তথ্যের জন্য ভিজিট করুন:
আরো দেখুনঃ