ফেডারেল সরকার ব্রন্টি বীচ পার্টিতে অংশ নেয়া ব্যাকপ্যাকারদের ডিপোর্ট করার কথা ভাবছে

ক্রিস্টমাসে ব্রন্টি বীচ এলাকায় লোকজনের সামাজিক দূরত্ব এবং অন্যান্য বিধি লঙ্ঘন, ইমিগ্র্যাশন মিনিস্টার আলেক্স হওক 'এই দৃশ্য দেখে ব্যথিত হয়েছেন'।

A file photo of Immigration Minister Alex Hawke

A file photo of Immigration Minister Alex Hawke Source: AAP

ফেডারেল সরকার সিডনির পূর্ব শহরতলিতে ক্রিস্টমাসের সময়ে বিশাল পার্টিতে যারা অংশ নিয়েছিল তাদের ডিপোর্ট করতে চিন্তা ভাবনা করছে, সেইসাথে যারা অস্থায়ী ভিসায় আছে তাদেরকেও করোনাভাইরাস রেস্ট্রিকশনের নিয়ম না মানলে পরিণতি ভোগ করতে হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।
সিডনির উত্তরে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরে যেসব সামাজিক দূরত্ব এবং বিধিবিধান আরোপ করা হয়েছে তা না মেনে লোকজনের ব্রন্টি বীচে জমায়েত হওয়ার দৃশ্য দেখে ইমিগ্র্যাশন মিনিস্টার আলেক্স হওক 'মর্মাহত' হয়েছেন।
মনে করা হচ্ছে এদের অনেকেই ব্যাকপ্যাকার যারা করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়ে অস্ট্রেলিয়ায় রয়ে গেছে অথবা যুক্তরাজ্য থেকে আগত বিদেশি।
মিঃ হওক বলেন, সরকার অংশগ্রহণকারীদের ভিসা স্টাট্যাস দেখবে তারা অস্থায়ী ভিসাধারী বা অস্ট্রেলিয়ায় বেড়াতে আসা অতিথি কিনা।
মিঃ হওক এসবিএস নিউজকে বলেন, "লোকজন যদি জনস্বাস্থ্য আদেশ লঙ্ঘন করে এবং তা অব্যাহত রাখে, তবে তাদেরকে অস্ট্রেলিয়ানদের মতই সাধারণ জরিমানা করা হবে এবং সেইসাথে তাদের ভিসাও বাতিল হবে।"
"মাইগ্রেশন আইন অনুযায়ী ফেডারেল সরকারের ক্ষমতা আছে লোকজনের ভিসা বাতিল এবং তাদের ফিরিয়ে দেয়ার, তাদের অধিক সময় থাকার শর্তও বাতিল করতে পারে।"
"সব বিকল্পই আমাদের ভাবনায় আছে, এবং লোকজন যদি পাবলিক হেলথ অর্ডার না মানে তবে আমরা এইসব বিষয়গুলো ভাববো।"
এদিকে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষের সাথে একযোগে কাজ করবে যাতে নিউ ইয়ার্স ইভের সময়েও লোকজন যেন সঠিক কাজটি করে।
মিঃ হওক বলেন, "লোকজনের মধ্যে একটা ছোট অংশ যারা এইসব অনিয়মগুলো করছে তাদের বুঝতে হবে তারা অস্ট্রেলিয়ার অতিথি, তাদের কেউ অস্থায়ী ভিসাধারী, এবং যদি তারা তাদের ভিসার শর্ত ভঙ্গ করে তবে তাদের ভিসা বাতিল হয়ে যাবে।"
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে  ভিজিট করুন। 

আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: 

আরও দেখুনঃ

Share
Published 29 December 2020 6:39pm
Presented by Shahan Alam
Source: AAP, SBS


Share this with family and friends