২০১৯-২০ সালের আবেদন করার সুযোগ ৫ নভেম্বর, মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার সামাজিক এবং অর্থনৈতিক-জীবনে অভিবাসীদের আত্তীকরণের উদ্দেশ্যে কমিউনিটি অর্গানাইজেশনগুলোকে ২.৩ মিলিয়ন ডলার দিচ্ছে মরিসন সরকার।
মিনিস্টার ফর ইমিগ্রেশন, সিটিজেনশিপ, মাইগ্রান্ট সার্ভিসেস অ্যান্ড মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স ডেভিড কোলম্যান এক বলেন, অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সম্প্রদায়গুলোকে নিয়ে যারা কাজ করে, যারা সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি এবং সম্প্রদায়গুলোকে সামাজিক-বন্ধনে অধিকতর আবদ্ধ হতে সাহায্য করে, তাদেরকে এই ফস্টারিং ইন্টিগ্রেশন গ্রান্ট প্রোগ্রামের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
তিনি বলেন,
“অস্ট্রেলিয়ায় অভিবাসীদের সফলতার জন্য যেসব সংগঠন কার্যক্রম পরিচালনা করে সেসব অলাভজনক সংগঠনগুলোকে এই গ্রান্টের মাধ্যমে সাহায্য করা হবে।।”
তিনি আরও বলেন,
“আমরা চাই সকল অভিবাসী সফল হোক এবং অস্ট্রেলিয়ার প্রদত্ত সমস্ত সুযোগ-সুবিধা কাজে লাগাক, যেভাবে আগের প্রজন্মগুলো কাজে লাগিয়েছে। আমরা আরও চাই একটি একীভূত সমাজ তৈরি করতে ও তা বজায় রাখতে।”
অপেক্ষাকৃত ছোট এবং তৃণমূল সংগঠনগুলোর জন্য সুযোগ-সুবিধা প্রদানের উদ্দেশ্যে এই প্রোগ্রামে সুযোগ রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিও নজর রাখার ব্যবস্থা করা হয়েছে যেগুলোর মাধ্যমে মানুষ একত্রিত হয়, অস্ট্রেলিয়াকে নিজের দেশ বলে ভাবে এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক এবং বৈচিত্রময় সমাজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
১২ মাস পর্যন্ত কোনো কার্যক্রম পরিচালনার জন্য অলাভজনক সংগঠনগুলো ৬০ হাজার ডলার পর্যন্ত অনুদান চেয়ে আবেদন করতে পারবে।