যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত আনিশা ফারুক।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পত্রিকা জানিয়েছে, তিন দফায় স্টুডেন্ট ইউনিয়নের বার্ষিক এই নির্বাচন শেষে গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েস্টন লাইব্রেরিতে এই ফলাফল ঘোষণা করা হয়।
প্রতিটি ধাপেই সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। কুইন্স কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আনিশা ফারুকের ডাক নাম পদ্মা। এর আগে তিনি এই বিশ্ববিদ্যালয়ের লেবার ক্লাবের কো-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অক্সফোর্ড স্টুডেন্ট পত্রিকার প্রধান সম্পাদক পদেও ছিলেন তিনি। আর, অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের নেতৃত্বে তার আগে আর কোনো বাংলাদেশী কিংবা বাংলাদেশী বংশোদ্ভূত শিক্ষার্থী আসতে পারেন নি।
আনিশার বাবা ফারুক আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তিনি তার ফেসবুক পেজে তার মেয়ের সাফল্যের খবর প্রকাশ করেন এবং সকলের নিকট দোয়া চান।