"আপনারা এই সমস্যা সৃষ্টি করেছেন, আপনারাই এর সমাধান করবেন": জলবায়ু শীর্ষ সম্মেলনে ড. ইউনূস

UN Climate Change Conference COP29

A visitor stands near Zero Waste foundation pavilion at the UN Climate Change Conference COP29 in Baku, Azerbaijan, 13 November 2024. The Azerbaijani capital of Baku hosts the 2024 United Nations Climate Change Conference (COP29) from 11 to 22 November 2024. EPA/IGOR KOVALENKO Source: EPA / IGOR KOVALENKO/EPA

কপ২৯ (COP29) জলবায়ু শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের ভাষণ আলোচিত হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন।


কপ২৯ জলবায়ু শীর্ষ সম্মেলনে আর্জেন্টিনার কাছ থেকে কোন পরামর্শ নেই, বরং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তার জলবায়ু আলোচকদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই যুক্তরাষ্ট্রের সদ্য-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পর এই নির্দেশনা জারি করেছেন।

জলবায়ু সংকটের ক্ষেত্রে দুই নেতা একত্রিত হন, মিলেই এটিকে সমাজতন্ত্রে বিশ্বাসীদের মিথ্যা প্রচারণা বলে বর্ণনা করেন।

বিশ্বব্যাপী নির্গমনের জন্য প্রধানত দায়ী দেশগুলির কাছে বিভিন্ন উন্নয়নশীল দেশের বার্তা ছিল পে আপ বা ক্ষতিপূরণ দাও।

সেই প্রচারণার নেতৃত্ব দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মুহাম্মদ ইউনূস।

দেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার পর তাকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে গ্রহণ করা হয়।

মুহাম্মদ ইউনূস সম্মেলনে বলেন, জলবায়ু নিয়ে আলোচনা দরিদ্র দেশগুলোর জন্য অবমাননাকর হতে পারে।

এবং তিনি বলেছেন সমাধানগুলির জন্য আলোচনার নামে দরকষাকষির বিষয় হওয়া উচিত নয়।

তিনি বলছেন, মনে হচ্ছে আমরা এখানে দর কষাকষি করতে এসেছি। এখানে বিরোধী একটি গোষ্ঠী আছে। এটা মাছের বাজারের মতো। যথার্থ ক্ষতিপূরণ পেতে আপনাদেরকে আমাদের কঠোর চাপ দিতে হচ্ছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে।

ভিজিট করুন 
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 

Share