এসবিএস বাংলা মেলবোর্নবাসীদের কাছে জানতে চেয়েছিলো
১. লকডাউনের পর প্রথম কোন কাজটি আপনি করবেন?
২. পার্কে, ক্যাফেতে, সমুদ্র-সৈকতে, এ রকম কোথায় আপনি যাবেন?
৩. কার সঙ্গে আপনি দেখা করবেন?
আমাদের সাথে ছিলেন তথ্যপ্রযুক্তিবিদ মামুন বদরুদ্দোজা পলাশ, সেন্টার লিঙ্কে কর্মরত তানভীর রহমান, সিটি অফ বরোনডারাতে কর্মরত জুবাইদুল জেকব, সেন্টার লিঙ্কে কর্মরত নুসরাত নাসির রিতু, এবং ইনভেস্টমেন্ট কনসালটেন্ট সালমান আরিফ।
মামুন বদরুদ্দোজা পলাশ লকডাউনের পর যাবেন লঙ ড্রাইভে, যেতে পারেন ব্রিসবেনে কাজিনের সাথে দেখা করতে।লকডাউনের পর তানভীর রহমান যাবেন তার প্রিয় রেস্টুরেন্টে, যাবেন শহর ছেড়ে দূরে।প্রকৃতির সান্নিধ্য চান জুবাইদুল জেকব, ঘুরতে যাবেন কোন এক জাতীয় উদ্যানে।নুসরাত নাসির রিতু যাবেন শপিঙয়ে, দেখতে যাবেন বাবা-মাকে।মেলবোর্নের অদূরে গ্রাম্পিয়ান্সে ঘুরতে যাবেন সালমান আরিফ, যাবেন চাইনিজ বোনের রান্না খেতে।তাদের পরিকল্পনা নিয়ে করা অডিওটি শুনতে ওপরের লিঙ্কে ক্লিক করুন
মামুন বদরুদ্দোজা পলাশ Source: মামুন বদরুদ্দোজা পলাশ
তানভীর রহমান Source: তানভীর রহমান
জুবাইদুল জেকব Source: জুবাইদুল জেকব
নুসরাত নাসির রিতু Source: নুসরাত নাসির রিতু
সালমান আরিফ Source: সালমান আরিফ
আরও দেখুনঃ