ভিক্টোরিয়ার সিটি কাউন্সিল নির্বাচেনের প্রার্থী ইউসুফ আলী বহুভাষার এই সম্প্রদায়ে কাজ করতে চান

Federation Square

Victoria has received 4,000 places for its skilled nomination visa program. Source: AAP

অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছে।শুধু সামাজিক কর্মকান্ড নয় অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে ও অনুপ্রবেশ ঘটছে। ফেডারেল কিংবা স্টেট নির্বাচনে এই অংশগ্রহণ দেখা গেছে । তবে এবার ভিক্টোরি রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লোখযোগ সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন। আমরা কথা বলেছি অনেকের সাথে। এখন আমাদের সাথে রয়েছেন ইউসুফ আলী। দীর্ঘ সময়ে তিনি মেলবোর্নে প্রবাসী। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।ভিক্টোরিয়ার সামাজিক সংগঠন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের (VBCF ) বর্তমান সভাপতি। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Yousuf Ali
Yousuf Ali Source: Tania Yousuf

Share