ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ৩৩০টিরও বেশি পেশায় দক্ষ কর্মীদের পার্মানেন্ট রেসিডেন্সির সুযোগ, অগ্রাধিকার পাবেন স্টেটের অস্থায়ী বাসিন্দারা

STATE pr Western australia nigration

WA announces 331 occupations in the graduate stream, with overseas applicants also eligible for state nominations for 2022-23 program year. Source: Getty

২০২২-২৩ মাইগ্রেশন প্রোগ্রামের গ্রাজুয়েট স্ট্রীমের অধীনে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে এটি বিদেশী দক্ষ অভিবাসীদের কাছ থেকে আবেদন গ্রহণ করবে এবং যেসব পেশায় আবেদন করা যাবে তার সংখ্যা ৩৩০টিরও বেশি।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • রিকানেক্ট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্ট্রাটেজির অংশ হিসাবে গ্রাজুয়েট অকুপেশন লিস্টে অতিরিক্ত ১৯৪টি পেশা যুক্ত করা হয়েছে
  • সম্প্রসারিত গ্রাজুয়েট অকুপেশন লিস্ট ২০২২-২৩ সালে কার্যকর হবে
  • স্টেট নমিনেশনের জন্য আবেদনকারীর জন্য যে সাবক্লাসগুলো রয়েছে তার মধ্যে আছে সাবক্লাস ১৯০ ভিসা, সাবক্লাস ৪৯১ ভিসা এবং সাবক্লাস ৪৯৪ ভিসা

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্টেট গভর্নমেন্ট বলেছে যে স্টেট নমিনেশনের জন্য আবেদন রেংকিং সিস্টেমের মাধ্যমে হবে।

সায়ীদ মাহমুদ ফারুক, মেলবোর্ন ভিত্তিক প্রতিষ্ঠান ইমিএইড এএনজেড এবং পিএফইসি গ্লোবালের একজন সিনিয়র মাইগ্রেশন কনসালটেন্ট।

এ বিষয়ে মি. সায়ীদ মাহমুদ ফারুক এসবিএস বাংলাকে জানান, এতে স্টেটে বর্তমানে বসবাসকারী আবেদনকারীদের অগ্রাধিকার দেয়া হবে, তারপরে অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেটে বসবাসকারী এবং তারপরে যারা বিদেশ থেকে আবেদন করবেন তারা সুযোগ পাবেন।
The skyline of Perth city seen from riverside of South Perth, Western Australia.
The skyline of Perth city seen from riverside of South Perth, Western Australia. Source: AAP
২০২২-২৩ মাইগ্রেশন প্রোগ্রামের এই গ্রাজুয়েট স্ট্রীমের পেশার তালিকা আরো সম্প্রসারিত করা হয়েছে, যেখানে ৩৩০ টিরও বেশি পেশা থাকছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকার বলেছে যে নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে স্টেটে দক্ষ কর্মী ঘাটতি দূর করার লক্ষ্য নিয়ে এবং দক্ষ অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে।

স্টেট সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে যে তারা ১৯৫ মিলিয়ন ডলারের রিকানেক্ট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্ট্রাটেজির অংশ হিসাবে গ্রাজুয়েট অকুপেশন লিস্টে অতিরিক্ত ১৯৪টি পেশা যুক্ত করা হয়েছে। এই তালিকায় মোট পেশার সংখ্যা এখন ৩৩১। এর ফলে স্টেটে পড়াশোনা করতে আরও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আসবে বলে প্রত্যাশা করা হয়েছে ওই বিবৃতিতে।

বিবৃতিতে আরো বলা হয়, গ্রাজুয়েট অকুপেশন লিস্ট সম্প্রসারনের ফলে দক্ষ কর্মীদের চিত্রটি বিস্তৃত এবং বৈচিত্র্যময় হবে যা স্টেটের বর্তমান এবং ভবিষ্যতের কর্মশক্তির প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
সম্প্রসারিত গ্রাজুয়েট অকুপেশন লিস্ট ২০২২-২৩ সালে কার্যকর হবে। এই লিস্টে দেখা যায় যে কুক, ক্যারাভান পার্ক ম্যানেজার, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাম্বুলেন্স অফিসার বা ইয়ুথ ওয়ার্কারসহ বেশ কয়েকটি নতুন পেশা রয়েছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া-তে স্নাতক হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করার বিকল্পও থাকছে এই স্কীল মাইগ্রেশন কর্মসূচিতে।

তবে নতুন গ্রাজুয়েট অকুপেশন লিস্ট-এর অধীনে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্টেট নমিনেশন আবেদনের ইনভাইটেশনের জন্য ২০২২-২৩ প্রোগ্রাম বছর শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Young man
McGowan government is implementing new initiatives to attract skilled migrants and international students to Western Australia. Source: Getty Images/Mayur Kakade
স্টেট এডুকেশন এন্ড ট্রেনিং মিনিস্টার সু এলিরি একটি মিডিয়া রিলিজে বলেছেন, "স্টেটের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কাজের সংস্থানকে জোরালো করতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দক্ষ জনবলের চাহিদা পূরণ করা স্টেট সরকারের অগ্রাধিকার তালিকায় আছে।"

"কোভিড মহামারী নিয়ন্ত্রণে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকারের ব্যবস্থাপনা স্টেটের অর্থনীতিকে শক্তিশালী এবং স্থিতিশীল রাখতে সাহায্য করেছে। বিশ্বমানের শিক্ষা, ভালো চাকরির সুযোগ এবং শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থাপনা, কাজ এবং পড়াশোনার জন্য এর চেয়ে ভালো বা নিরাপদ জায়গা আর নেই," বলেন তিনি।

এ প্রসঙ্গে ইন্টারন্যাশনাল এডুকেশন মিনিস্টার ডেভিড টেম্পলম্যান বলেছেন, "আন্তর্জাতিক শিক্ষার্থীরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কমুনিটির একটি গুরুত্বপূর্ণ অংশ - তারা স্টেটের বৈচিত্রপূর্ণ পরিবেশ এবং বিভিন্ন শিল্পে স্থানীয় কর্মসংস্থানে সহায়তা করে।"

"তাই আন্তর্জাতিক ছাত্রদের স্কীল মাইগ্রেশনের সুযোগ দেয়া হলে তাদেরকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় আসতে আকৃষ্ট করা যাবে, যার ফলে তারা পড়াশোনা শেষ করার পরে তাদের সক্ষমতা ধরে রাখতে পারে," মিঃ টেম্পলম্যান যোগ করেন।
Syed Mahmud Faruque (সায়ীদ মাহমুদ ফারুক) is a Senior Migration Consultant of IMMIAID ANZ and PFEC GLOBAL, based in Melbourne.
Syed Mahmud Faruque (সায়ীদ মাহমুদ ফারুক) is a Senior Migration Consultant of IMMIAID ANZ and PFEC GLOBAL, based in Melbourne. Source: Syed Mahmud Faruque (সায়ীদ মাহমুদ ফারুক)
সিনিয়র মাইগ্রেশন কনসালটেন্ট সায়ীদ মাহমুদ ফারুক বলেন, "ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্টেট অকুপেশন লিস্টটি অন্যান্য স্টেটের তুলনায় বেশ বড়। এখানে ৩৩১ পেশায় অভিবাসনের সুযোগ রয়েছে।"

তিনি বলেন, এই পদক্ষেপটি অফশোর দক্ষ অভিবাসীদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুযোগ করে দেবে যারা এখন পড়াশোনা করছে।
সায়ীদ মাহমুদ ফারুক বলেন, স্টেট নমিনেশনের জন্য আবেদনকারীর জন্য যে সাবক্লাসগুলো রয়েছে তার মধ্যে আছে সাবক্লাস ১৯০ ভিসা, এবং সাবক্লাস ৪৯১ ভিসা।

তিনি বলেন, "ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াসহ পুরো অস্ট্রেলিয়ায় সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের উন্মুক্তভাবে স্বাগত জানাচ্ছে। এছাড়া সারা বিশ্বেই হেলথ প্রফেশনালদের একটি সংকট চলছে, অস্ট্রেলিয়াও এর থেকে ব্যতিক্রম নয়। এজন্য মেডিক্যাল প্রাক্টিশনারদের জন্য বেশ কিছু ইনভাইটেশন আমরা দেখতে পাচ্ছি, যেমন নার্সিং, সোশ্যাল ওয়ার্কার।"

এছাড়া অস্ট্রেলিয়ায় শিক্ষকের সংকটের কারণে আর্লি চাইল্ডহুড থেকে শুরু করে প্রাইমারি, সেকেন্ডারি টিচারদেরও ইনভাইটেশন দেয়া হচ্ছে বলে জানান মি. ফারুক।

এসবিএস বাংলার সঙ্গে মি. সায়ীদ মাহমুদ ফারুকের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ার বাটনে।



Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share