আজকাল ভ্রমণ করাটা আর আগের মতো সহজ নেই। কারণ, দেশগুলো নতুন নতুন নিয়ম-কানুন জারি করছে এবং এগুলো ঘন ঘন পরিবর্তিত হচ্ছে।
বিদেশ ভ্রমণের আগে, আপনার গন্তব্যস্থল সম্পর্কে দেখে নিন এখানে প্রদত্ত ইন্টারেক্টিভ গ্রাফিক’টিতে। এটি অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট স্মার্টট্রাভেলারের সঙ্গে সংযুক্ত, যেখানে ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য, উপদেশ ও পরামর্শ রয়েছে।
ট্রাভেল অ্যাডভাইস কীভাবে প্রস্তুত করা হয়েছে সে সম্পর্কে আরও জানতে ক্লিক করুন ।
অস্ট্রেলিয়ার বহু-সাংস্কৃতিক এবং বহু-ভাষিক সম্প্রদায়গুলোর কাছে কোভিড-১৯ এর যাবতীয় হাল-নাগাদ তথ্য তুলে ধরতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ থাকুন এবং অবহিত থাকুন; আপনার ভাষায় সর্বশেষ তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন।
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
আপনি যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করে পজেটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: