Rezanuzzaman Chowdhury Source: Rezanuzzaman Chowdhury
ভিক্টোরিয়ার সিটি কাউন্সিল নির্বাচনের প্রার্থী রেজানুজ্জামান চৌধুরী শিশু ও বৃদ্ধদের কল্যানে কাজ করতে চান
Melbourne. Source: Supplied
অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়।এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছেন।শুধু সামাজিক কর্মকাণ্ড নয়,অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতেও তাদের অংশগ্রহণ বাড়ছে।এর আগে ফেডারেল কিংবা স্টেট নির্বাচনেও এদের অংশগ্রহণ দেখা গেছে।তবে এবার ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লেখযোগ্য-সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন।আমরা কথা বলেছি অনেকের সাথে।এখন আমাদের সাথে রয়েছেন রেজানুজ্জামান চৌধুরী ওরফে রাজন চৌধুরী।যিনি একজন কৃষিবিদ তিনি বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করেছেন ,শিশু ও বৃদ্ধদের কল্যানে কাজ করেছেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ায় রোহিঙ্গ্যা শরণার্থীদের জন্য কাজ করেছেন।তিনি দোভাষী হিসাবে কাজ করেন এবং পাঁচটি ভাষায় কথা বলতে পারেন।সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
Share