বাংলাদেশ বহু সংস্কৃতির, বহু জাতির দেশ। এ দেশ সেই দেশ যেখানে ভোরে আযানের পাশাপাশি শঙ্খ বাজে, শোনা যায় গীতাপাঠ এবং ত্রিপিটক পাঠ। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় এসেও আমরা শেকড়ের ধর্মীয় ঐতিহ্যকে এদেশেও পালন করে যাচ্ছি।গত ২০ অক্টোবর ছিল এমন একটি দিন, যেদিন একই সাথে বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা, মুসলিমদের ঈদে মিলাদুন্নবী এবং সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা পালিত হয়েছে। অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশীরা কিভাবে এই দিনটি পালন করেছেন তা নিয়েই এবারের প্রতিবেদন।আমরা কথা বলেছি বাংলাদেশ বুদ্ধিস্ট সোসাইটি ভিক্টোরিয়া-অস্ট্রেলিয়ার প্রতিনিধি প্রাঞ্জল খীসা, চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর এবং গোল্ডেন ওয়াটেল মসজিদের ইমাম ডঃ রফিকুল ইসলাম এবং বেঙ্গলি পুজা এন্ড কালচারাল সোসাইটি অফ ভিক্টোরিয়ার (BPCSV) সভাপতি ড: নিমাই কর্মকারের সাথে।ধর্ম বা নৃতাত্ত্বিক পরিচয় যাই হোক, আমাদের শেকড়ের পরিচয় আমরা বাংলাদেশী । সম্প্রীতির সংস্কৃতি চিরজাগরুক হোক, মঙ্গলময় হোক আপনাদের প্রতিটি দিন।
Source: Pixabay
Source: EPA
Buddha statues - Pixabay Source: Pixabay
ফিচারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।