হাইলাইটস
- হঠাৎ করে আবার সিডনিতে করোনাভাইরাসের হানা ক্রিস্টমাসের আনন্দে ছেদ পড়েছে, সেখানে অন্যান্যদের মতো বাঙালি খ্রিস্টান সম্প্রদায়ও হতাশ।
- প্রতিবছর সিডনির বাঙালি খ্রিস্টানদের সংগঠন একটি দিনব্যাপী অনুষ্ঠান করে যেখানে সবাই, সব জায়গা থেকে আসে, ক্রিস্টমাসের আনন্দে মিলিত হয়, কিন্তু দুৰ্ভাগ্যবশত এবার তেমনটি হচ্ছে না।
মিঃ রাকেশ রোজারিও বলেন, "এটা সত্যিই হতাশাব্যঞ্জক এবং দুৰ্ভাগ্যজনক যে রেস্ট্রিকশনের কারণে আমরা সবাই মিলে ক্রিস্টমাস পালন করতে পারছিনা, অনেক জায়গায় ১০ জনের বেশি জমায়েতেরও অনুমোদন নেই।"তিনি বলেন, ক্রিস্টমাস শুরু হয় মধ্যরাত থেকেই, সে সময় আমরা গির্জায় যাই, অনেকে দিনের বেলাতেও গির্জায় যান, কিংবা আত্মীয়-স্বজনদের বাসায় যান।
Rakesh Francis Rozario Source: SBS Bangla
"বাংলাদেশে আমরা পারিবারিক আবহে বড়ো হয়েছি, আর ক্রিস্টমাস হচ্ছে 'অল এবাউট ফ্যামিলি', প্রবাসে হয়তো আমাদের কিছু ঘনিষ্ট বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজন আছে, আমরাও তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেই, কিন্তু নিজ পরিবারের সাথে বড়দিন পালন সম্পূর্ণ ভিন্ন ব্যাপার।"
মিঃ রাকেশ ফ্রান্সিস রোজারিওর পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন।
আরও দেখুনঃ
READ MORE
আজ শুভ বড়দিন