নিউ সাউথ ওয়েলসে নতুন সংক্রমণ ৯, নর্দার্ন বীচেসে ক্লাস্টার থেকে মোট সংক্রমণ ১০৪

এভালোন ক্লাস্টার থেকে নতুন সংক্রমণ ৭, মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ, ক্রিস্টমাস পালন করতে আউটডোরে ব্যবস্থা করতে কর্তৃপক্ষের পরামর্শ।

Gladys Berejiklian has provided an update on the latest coronavirus figures in New South Wales.

Gladys Berejiklian has provided an update on the latest coronavirus figures in New South Wales. Source: AAP

হাইলাইটস 

  • গত ২৪ ঘন্টায় নিউ সাউথ ওয়েলসে ৯ জনের নতুন সংক্রমণ পাওয়া গেছে, এছাড়া প্রায় ৬০,০০০ ব্যক্তি টেস্ট করিয়েছেন। 
  • নতুন সংক্রমণের ৭টিই এভালোন ক্লাস্টার সংশ্লিষ্ট, যেখানে মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ।
প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়ান বলেন, তিনি খুবই আনন্দিত যে এতো সংখ্যায় মানুষ টেস্ট করিয়েছে।  

"আমি শুনে চেয়ার থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিলো, এতো লোক ২৪ ঘন্টার ভেতরে টেস্টের জন্যে এসেছে যা খুবই অসাধারণ ব্যাপার।"

তবে মিজ বেরেজিকলিয়ান লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং তাদের চলাফেরা সীমিত রাখার কথা বলেন এই ক্রিস্টমাসের সময়টাতে। 

তিনি বলেন, প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে ট্রান্সমিশন চেইনটি এখনো রয়ে গেছে। 

"আমরা উদ্বেগের ভেতর আছি যারা সংক্রমিত হয়ে সিবিডিতে কাজের জন্যে গেছেন এবং এতে অন্যদের ভেতর ছড়িয়ে যাচ্ছে এবং তারা আবার কমিউনিটির অন্যদের মধ্যে ছড়াচ্ছেন।" 

"অবশ্যই এই সংক্রমণের মূল উৎস এভালোন ক্লাস্টার, কিন্তু এর মানে এই নয় এটি সব জায়গায় ছড়িয়ে যাবে না, এর ওপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই, এটাই উদ্বেগের বিষয়।"

"আমরা বিপদ থেকে এখনো মুক্ত নই, এবং আমাদের পরবর্তী কয়েকদিন অতিরিক্ত সতর্ক থাকতে হবে।" 

নিউ সাউথ ওয়েলসের চিফ হেলথ অফিসার কেরি চ্যান্টও জনগণকে ক্রিস্টমাস সমাবেশ সীমিত করতে এবং সম্ভব হলে আউটডোর সেটিংয়ের ব্যবস্থা করতে আহবান জানান।  

এদিকে মিজ বেরেজিকলিয়ান নর্থার্ন বীচে ক্রিস্টমাস রেস্ট্রিকশন পর্যবেক্ষণ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা বলেন।  

এদিকে বুধবার আরো কয়েকটি ভেন্যু সংক্রমণের সম্ভাব্য সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এগুলোর মধ্যে আছে, আলমা এভালোন রেস্টুরেন্ট, ম্যাকুয়ারি পার্ক (প্রিমিয়ার একাডেমী লীগ), মুনা ভেইল ফিটনেস ফার্স্ট, এমএলসি বিল্ডিং ফুড কোর্ট, এবং বন্ডাই আইস বার্গ ক্লাবও রয়েছে।

বিস্তারিত হালনাগাদ তথ্য জানতে ভিজিট করুন।

অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে ভিজিট করুন। 

আরও দেখুনঃ


 


Share
Published 24 December 2020 1:02pm
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends