বিচার প্রক্রিয়ার মধ্যে যে ভয়ঙ্কর প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে পারলে ধর্ষণ মামলার বিচার ত্বরান্বিত হবে - অধ্যাপক জাকির হোসেন

Activists from the Bangladesh Women's Co

Activists from the Bangladesh Women's Council protest about crimes against women including rape and the throwing of acid in Dhaka, Source: AFP

বাংলাদেশে ধর্ষণ মামলার বিচারে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। বিদ্যমান আইনে রয়েছে যাবজ্জীবন। মামলার শুরু থেকে বিচার শেষ করতে হবে ছয় মাস বা ১৮০ দিনের মধ্যে। বিচারক বদলি হলেও মামলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এমন বিধান রেখে 'নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০' চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশে সই করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় এটি অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিণত হলো। এখন নিয়ম অনুযায়ী, সংসদ অধিবেশন শুরু হলে এটি আইন আকারে পাস হবে। এ প্রসঙ্গে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাবেক সদস্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


Md. Zakir Hossain
Md. Zakir Hossain Source: Md. Zakir Hossain

Share