হাইলাইটস
- অস্ট্রেলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে ডঃ অমিত চাকমাই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত উপাচার্য।
- ক্যারিয়ার গড়তে বাংলাদেশি অস্ট্রেলিয়ায় সুযোগ বেশি বলে মনে করেন ডঃ অমিত চাকমা।
ডঃ অমিত চাকমা বাংলাদেশের রাঙামাটি গভর্মেন্ট হাই স্কুলে এবং কুমিল্লার ইস্পাহানি স্কুলে পড়াশুনা করেন এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন ঢাকা কলেজ থেকে ১৯৭৬ সালে। আলজেরিয়ান সরকারের কাছ থেকে স্কলারশিপ নিয়ে আলজেরিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউটে প্রাকৃতিক গ্যাস প্রসেসিং ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকে তাঁর অসাধারণ একাডেমিক যাত্রা শুরু হয়, যেখানে তিনি ১৯৮২ সালে তাঁর ক্লাসের শীর্ষ স্নাতক হন।
Dr Amit Chakma Source: UWA
৬১ বছর বয়সী একাডেমিক ডঃ অমিত চাকমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক, তিনি বৃটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশল বিষয়ে মাস্টার এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
অস্ট্রেলিয়ায় তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত উপাচার্য। বাংলাদেশের রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করা অধ্যাপক ড. অমিত চাকমা এর আগে কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অনটারিও’র ১০ম প্রেসিডেন্ট এবং উপাচার্য হিসেবে ২০০৯-১৯ সাল পর্যন্ত ১০ বছর দায়িত্ব পালন করেন।
ড. অমিত চাকমার সাক্ষাতকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
আরও দেখুনঃ