বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চান রুবাইয়াৎ সরওয়ার

Rubayat Sarwar

Rubayat Sarwar with Study Adelaide International Students Award- 2020 in Academic Excellence Source: Rubayat Sarwar

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ ২০২০ নিয়ে এ বছরের শুরুর দিকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার জন্য আসেন রুবাইয়াৎ সরওয়ার। চট্টগ্রামে জন্ম নেওয়া রুবাইয়াৎ সরওয়ার বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক।সম্প্রতি তিনি পোস্ট-গ্রাজুয়েট ক্যাটাগরিতে স্ট্যাডি এডিলেড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাওয়ার্ড ২০২০ ইন একাডেমিক এক্সসিলেন্স লাভ করেছেন।এছাড়া, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এডিলেডে অধ্যায়নরত অবস্থায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় উচ্চতর শিক্ষা গ্রহণ করতে এসে রুবাইয়াৎ সরওয়ার এরই মাঝে নানা খ্যাতি অর্জন করেছেন।এসবিএস বাংলাকে রুবাইয়াৎ সরওয়ার তার অনুপ্ৰণা ও তার পথচলার গল্প শুনিয়েছেন।সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।



Share