ব্যতিক্রম নন মেলবোর্ন প্রবাসী বাংলাভাষীরাও। খেলাটি কেন জনপ্রিয়, এবারের আসরে কে ফেবারিট এসব নিয়ে এসবিএস বাংলা কথা বলেছে একজন টেনিসপ্রেমী এবং বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনের এক সময়ের পরিচিত মুখ সুমন মাজহারের সাথে।
গুরুত্বপূর্ণ দিক
- পুরুষদের গ্রূপে বরাবরের মত নোভাক জোকোভিচই সবচেয়ে ফেভারিট, তাছাড়া রাফায়েল নাদালও আলোচনায় থাকবেন।
- নারীদের গ্রূপে অস্ট্রেলিয়ান অ্যাশ বারটি ছাড়াও সোফিয়া কেনিন হবেন শক্ত প্রতিদ্বন্দ্বী।
- টেনিস খেলার কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, এর স্কোরিং সিস্টেম বেশ জটিল, আর এই জটিলতাই খেলাটিকে উপভোগ্য করে তুলেছে।
Suman Mazhar Source: Suman Mazhar
তিনি বলেন, অস্ট্রেলিয়ান ওপেন পৃথিবীর চারটি গ্রান্ড স্ল্যামের একটি, এই টুর্নামেন্টে আছে বিপুল অংকের প্রাইজ মানি। তাই এই টুর্নামেন্টের প্রতি অনেকেরই আগ্রহ।
সুমন মাজহারের পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
আরো দেখুন: