“বাংলাদেশের সাংবাদিকতা এক ধরনের ঝড়ের মধ্যে আছে”

WhatsApp Image 2023-11-09 at 12.19.31 AM (16).jpeg

সাংবাদিক ও কবি সোহরাব হাসান বলেন, “পৃথিবীর কোনো দেশেই সরকার চায় না যে, তার দুর্বলতা, তার দূর্নীতি, তার অপকর্মের খবর মানুষ জানুক।” Credit: Kawsar Khan

বাংলাদেশের প্রথিতযশা সংবাদপত্র দৈনিক প্রথম আলো-র যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান সম্প্রতি অস্ট্রেলিয়ায় সফরে এসেছেন। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারের প্রথম পর্বে ছিল সাংবাদিকতায় প্রবেশের স্মৃতিচারণ ও পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের পাশাপাশি কাব্য-চর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা। দ্বিতীয় ও শেষ পর্বে রয়েছে বাংলাদেশে সাংবাদিকতার উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বাধার কথা।


সাংবাদিক ও কবি সোহরাব হাসান বলেন, “সাংবাদিকতা হচ্ছে সম্মিলিত একটি প্রয়াস। সেখানে এককভাবে কিন্তু লড়াই করা যাবে না।”

তার মতে, “বাংলাদেশের সাংবাদিকতা এক ধরনের ঝড়ের মধ্যে আছে।”

বাংলাদেশে সার্বিকভাবে সাংবাদিকতার উন্নয়নের পথে অনেকগুলো বাধা আছে, বলেন সোহরাব হাসান।
তার মতে, এসব বাধা “মালিকদের পক্ষ থেকে আছে, ইউনিয়নের পক্ষ থেকে আছে, সরকারের পক্ষ থেকে তো আছেই।”

তিনি আরও বলেন, “পৃথিবীর কোনো দেশেই সরকার চায় না যে, তার দুর্বলতা, তার দূর্নীতি, তার অপকর্মের খবর মানুষ জানুক।”

সাংবাদিক ও কবি সোহরাব হাসানের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

আর, প্রথম পর্বটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share