গুরুত্বপূর্ণ দিকগুলো
- "মানুষ উইল করা থেকে বিরত থাকার কারণগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ভুল ধারণা ও কুসংস্কার"
- অস্ট্রেলিয়ায় অনলাইনে ডু-ইট-ইওরসেল্ফ বা নিজে নিজে করার উইল কিট ব্যবহারের প্রবণতা বাড়লেও, আইনি পরামর্শ নেওয়াকে একটি নিরাপদ বিকল্প হিসাবে বিবেচনা করা হয়
- শুধু সম্পত্তি বণ্টনের জন্য উইলের দরকার আছে তা নয়, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের দেখাশোনা করার অভিভাবক মনোনয়নের জন্যও উইলের দরকার আছে
একটি উইল হল বৈধ নথি যেখানে নির্দেশ থাকবে আপনি কাকে আপনার সম্পত্তির উত্তরাধিকারী করতে চান, কাকে আপনার সন্তানদের দায়িত্ব দিতে চান এবং আপনি মারা গেলে আপনার এস্টেটের নির্বাহক কে হবেন।
২০১৫ সালের একটি সমীক্ষায় দেখা যায় শুধুমাত্র বয়স্ক অস্ট্রেলিয়ান এবং যাদের উল্লেখযোগ্য সম্পদ রয়েছে তাদেরই সাধারণত একটি উইল থাকে।ড্যাকিন ইউনিভার্সিটির প্রফেসর অফ প্র্যাকটিস অ্যাডাম স্টিন এর দুই বছর পর আরেকটি বড় মাপের গবেষণার নেতৃত্ব দেন। এতে দেখা যায় যে জরিপে অংশ নেয়া প্রায় অর্ধেকই কোন উইল করেননি।
Mother and daughter Source: Getty Images/GCShutter
প্রফেসর স্টিন বলেন, মানুষ উইল করা থেকে বিরত থাকার কারণগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ভুল ধারণা ও কুসংস্কার।
যখন কেউ উইল ছাড়াই মারা যায়, তখন তাকে বলা হয় ইন্টেস্ট্যাসি, এবং তখন তার সম্পদের বণ্টন স্টেট বা টেরিটোরির আইন অনুযায়ী হয়।
সলিসিটর ডিন কালিমনিওস বলছেন যে একটি উইল থাকলে কোন পরিবারকে এ ধরণের সংকটজনক পরিস্থিতি থেকে বাঁচাতে পারে।
উইল ছাড়া উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ বন্টনের ক্রম আপনার স্টেট বা টেরিটোরির আইনের উপর নির্ভর করে।
কিন্তু মিঃ কালিমনিওস বলছেন যে কীভাবে একজন ব্যক্তি সম্পদের উইল করার জন্য পরিবারের সদস্যদের অগ্রাধিকার দিতে চেয়েছিলেন তা এই নিয়ম অনুযায়ী নাও হতে পারে।অস্ট্রেলিয়ায় অনলাইনে ডু-ইট-ইওরসেল্ফ বা নিজে নিজে করার উইল কিট ব্যবহারের প্রবণতা বাড়লেও, আইনি পরামর্শ নেওয়াকে একটি নিরাপদ বিকল্প হিসাবে বিবেচনা করা হয়।
Experts points out that having a will is important, not just for asset distribution, but also for nominating guardians for minors. Source: Getty Images/Paul Bradbury
তবে কেবল আইনজীবীরাই এ ক্ষেত্রে পেশাদার সহায়তা দেয় না, আপনি প্রতিটি স্টেট ও টেরিটোরির সরকারী অফিসে ট্রাস্টিদের দ্বারা লিখিত আপনার উইল পেতে পারেন।
তবে পাবলিক ট্রাস্টিদের এজন্য সম্মানী দিতে হবে, তবে এজন্য নির্ধারিত দর আছে, এটি নামমাত্র, বা এটিকে ফি-টু-সার্ভিসও বলে থাকে। পেনশনভোগী ও ষাটোর্ধ ব্যক্তিদের ক্ষেত্রে এই ফি মওকুফের ব্যবস্থা আছে।মাইকেল স্পিগেল ট্রাস্টি সার্ভিস ডিভিশনের একজিকিউটিভ জেনারেল ম্যানেজার যা ভিক্টোরিয়া স্টেট ট্রাস্টির অন্তর্ভুক্ত ।
Couple signing contract Source: Getty Images/skynesher
তাঁর মতে, শুধু সম্পত্তি বণ্টনের জন্য উইলের দরকার আছে তা নয়, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের দেখাশোনা করার অভিভাবক মনোনয়নের জন্যও উইলের দরকার আছে।
মিঃ স্পিগেল বলছেন যে অস্ট্রেলিয়ায় অভিবাসীদের মধ্যে যাদের এদেশে আত্মীয় স্বজন নেই, তাদের ১৮ বছরের নিচে সন্তান থাকলে তাদের জন্য উইল করা অত্যন্ত জরুরি।
ডীন ক্যালিমনিওস অনেক বছর ধরে তার মক্কেলদের জন্য উইল প্রস্তুত করে আসছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বেশ কিছু জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এদেশে প্রচলিত উত্তরাধিকার এবং সম্পত্তি বণ্টনের ধারণার সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর ধ্যান ধারণার সাথে প্রায়ই সাঙ্ঘর্ষিক পরিস্থিতি লক্ষ করা যায়।তিনি বলছেন, তাই উইল করা থাকলে এসব ক্ষেত্রে কোন অনিশ্চয়তা থাকে না।
Couple discussing will Source: Getty Images/skynesher
ভিক্টোরিয়ান স্টেট ট্রাস্টি হিসাবে নিজের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে মাইকেল স্পিগেল বলেন, সব সংস্কৃতিতেই দেখা যায় যে উইল না থাকলে সম্পত্তি নিয়ে পারিবারিক টানাপোড়েন তৈরী হতে পারে।
অনলাইন কিট ব্যবহার করে উইল প্রস্তুত করার পরেও আপনি চাইলে কোন সলিসিটর বা পাবলিক ট্রাস্টিকে দেখিয়ে নিতে পারেন।
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।
আরও দেখুন: