এসবিএস 'এলিভেট রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যান' চালু করেছে

SBS’s Elevate Reconciliation Action Plan cover artwork by First Nations artist Nadeena Dixon

SBS’s Elevate Reconciliation Action Plan cover artwork by First Nations artist Nadeena Dixon Source: SBS

স্পেশাল ব্রডকাস্টিং সার্ভিস (এসবিএস) এলিভেট রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আদিবাসী এবং টরে' স্ট্রেইট আইল্যান্ডারদের কথা আরো ভালোভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। এসবিএস এই প্ল্যানের ডকুমেন্টটির মাধ্যমে আরও অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র তৈরি করতে চায় এবং সমস্ত এসবিএস প্ল্যাটফর্ম জুড়ে ফার্স্ট নেশনস দৃষ্টিভঙ্গির দৃশ্যমানতা এবং উপস্থিতি আরও বাড়াতে চায়।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যান-এর মাধ্যমে, এসবিএস ফার্স্ট নেশনস উদ্যোক্তা, বিশেষজ্ঞ, শিল্পক্ষেত্রে পেশাদার এবং সৃজনশীল প্রতিভা অন্বেষণে তার লোকবল, ক্ষমতা এবং সম্পদ কাজে লাগাবে
  • অস্ট্রেলিয়ান সংবাদ এবং দৃষ্টিভঙ্গি ইন্ডিজিনাস লেন্সের মাধ্যমে দেখতে চেষ্টা করবে
  • এসবিএস কয়েক দশক ধরে বৈচিত্র্যের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং এই ধারাবাহিকতা রক্ষা করাই সম্প্রচারের লক্ষ্য

এসবিএস ২০২২ থেকে শুরু করে ২০২৬ পর্যন্ত তার এলিভেট রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যান (RAP) পরিচালনা করবে।

এটি এসবিএস-এর পঞ্চম রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যান, এবং এটি বিভিন্ন কর্মসূচী এবং উদ্যোগের মাধ্যমে এসবিএস-এর পুনর্মিলন যাত্রাকে ত্বরান্বিত করবে যা এসবিএস প্ল্যাটফর্মগুলিতে এবং একাধিক ভাষায়, প্রতিদিন ফার্স্ট নেশনস দৃষ্টিকোণগুলির দৃশ্যমানতা এবং উপস্থিতি আরও বাড়িয়ে তুলবে৷

জুলি নিমো এবং ডেভিড হুয়া হলেন এসবিএস রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যান স্টিয়ারিং কমিটির কো-চেয়ার ৷
মিজ নিমো এনআইটিভি'র লিভিং ব্ল্যাক-এর একজন প্রযোজক, পরিচালক এবং লেখক এবং তিনি বলছেন যে এটি এসবিএস-এর জন্য একটি যুগান্তকারী মুহূর্ত।

তিনি বলেন, এসবিএস এনআইটিভি'র বিষয়বস্তুর বিকাশে এবং এর দর্শকদের কাছে পৌঁছানোর গতিকে ত্বরান্বিত করতে আগের চেয়ে বেশি বিনিয়োগ করছে৷

এই রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যান-এর মাধ্যমে, এসবিএস ফার্স্ট নেশনস উদ্যোক্তা, বিশেষজ্ঞ, শিল্পক্ষেত্রে পেশাদার এবং সৃজনশীল প্রতিভা অন্বেষণে তার লোকবল, ক্ষমতা এবং সম্পদ কাজে লাগাবে।

এসবিএস হল অস্ট্রেলিয়ার একমাত্র ন্যাশনাল ইন্ডিজিনাস টিভি চ্যানেলের কেন্দ্রস্থল, যার প্রভাব সব বয়সী মানুষের কাছে পৌঁছায়।
Reconciliation Australia's Karen Mundine
Reconciliation Australia's Karen Mundine Source: AAP
এসবিএস-এর কয়েকটি অর্জনের মধ্যে আছে এনআইটিভি অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী অ্যানিমেটেড শিশুদের পুরস্কারপ্রাপ্ত টেলিভিশন সিরিজ, লিটল জে অ্যান্ড বিগ কুজ তৈরি এবং প্রযোজনা যা প্রাক-স্কুল বয়সী শিশুদের প্রাইমারি স্কুলে স্থানান্তরিত করতে সহায়তা করে এবং সংস্কৃতি ও দেশের সাথে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরী করে।

এলিভেট রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যান-এর জন্য মূলত প্রয়োজন একটি ট্রান্সফরমেশন প্রজেক্ট।

এসবিএস-এর রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যান ৬০টিরও বেশি ভাষায় বর্তমানে অডিও এবং ডিজিটাল সার্ভিসের অংশ হিসাবে ইংরেজি, আরবি এবং ম্যান্ডারিন ভাষায় এসবিএস-এর টিভি নিউজ সম্প্রচার করবে এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় সংবাদ এবং দৃষ্টিভঙ্গি ইন্ডিজিনাস লেন্সের মাধ্যমে দেখতে চেষ্টা করবে।

এসবিএস-এর অডিও এবং ল্যাঙ্গুয়েজে কন্টেন্টের প্রধান এবং কো-চেয়ার ডেভিড হুয়া বলছেন রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যান আরও ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র তৈরি করতে চাইবে৷

তিনি বলেন, ইন্ডিজিনাস এবং টরেস স্ট্রেইট আইল্যান্ডারদের সংবাদ সমস্ত এসবিএস প্ল্যাটফর্ম জুড়ে আদিবাসী জনগণ এবং তাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিশ্চিত করে যে আমরা সত্য স্বীকার করি, তাদের লব্ধ-জ্ঞান কাজে লাগাই, তাদের সংস্কৃতি উদযাপন করি এবং আদিবাসী লেখক ও ভাষাগুলোকে ভালোভাবে তুলে ধরি।
টানিয়া ডেনিং ওরম্যান এসবিএস-এর ইন্ডিজিনাস কন্টেন্টের পরিচালক এবং তিনি বলছেন যে এসবিএস কয়েক দশক ধরে বৈচিত্র্যের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং ধারাবাহিকতা রক্ষা করার সম্প্রচারের লক্ষ্য।

তিনি বলেন, আশির দশকে প্রথম এসবিএস শ্যামল বর্ণের সাংবাদিকদের পর্দায় এনেছিল, যার মধ্যে ছিলেন এল্ডার আন্টি রোডা। তাকে এসবিএস এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে পেয়ে গর্বিত।

কারেন মুন্ডাইন হলেন রিকনসিলিয়েশন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তিনি বলছেন এলিভেট রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যান বিভিন্ন সংস্থাগুলিতে পদ্ধতিগত পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
SBS Managing Director James Taylor
SBS Managing Director James Taylor Source: AAP
এসবিএস এর ব্যবস্থাপনা পরিচালক জেমস টেলর বলেছেন যে রিকনসিলিয়েশন অ্যাকশন প্ল্যান নতুন এবং প্রাচীনতম অস্ট্রেলিয়ানদের মধ্যে সেতুবন্ধন তৈরী অব্যাহত রাখবে।

তিনি বলছেন, অস্ট্রেলিয়ানদের মধ্যে ফার্স্ট নেশন্স সম্পর্কে আরো জানতে এবং তাদের সাথে সংযোগ স্থাপন করতে আগ্রহ দিন দিন বাড়ছে।

পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।


Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share