সুপারএনুয়েসন কি এবং এটি কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ?

Piggy bank

About a quarter of all super account holders in Australia end up with multiple super funds, paying unnecessary fees and premiums. Source: Getty Images

সুপারএনুয়েসন হচ্ছে একটি বাধ্যতামূলক সঞ্চয়ী প্রকল্প, এটি করা হয়েছে যাতে অস্ট্রেলিয়ানরা অর্থ সঞ্চয় করতে পারে এবং অবসর সময়ে ব্যবহার করতে পারে। যদিও বৃদ্ধ বয়সের জন্য সুপারে অর্থ জমানো খুবই গুরুত্বপূর্ণ এবং কর-উপযোগী, তবে বিশেষজ্ঞরা বলছেন কিছু বিষয়ের ওপর মনোযোগ দিলে সুপার থেকে আপনি সর্বোচ্চ সুবিধা পেতে পারেন।


সুপারএনুয়েসনকে সাধারণত 'সুপার' বলা হয়ে থাকে। এটি আপনার আয়ের অংশ যা আলাদা জমা করে রাখা হয় যাতে অবসরের সময় সঞ্চিত হিসেবে পাওয়া যায়।  

আপনার নিয়োগদাতা আপনার আয়ের অর্থ থেকে একটি সর্বনিম্ন অংশ গ্যারান্টি হিসেবে অবশ্যই সুপারে জমা দেবে। জুলাই, ২০২১ থেকে এই সর্বনিম্ন অংশটি হচ্ছে ১০ শতাংশ। 


গুরুত্বপূর্ণ দিকগুলো 

  • আপনি সাধারণত সুপারএনুয়েশনের অর্থ তখনই তুলতে পারবেন যখন আপনি অবসর নেবেন
  • করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় অর্থিক সমস্যায় থাকা প্রায় ৪.৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান তাদের সুপারের অর্থ তুলতে বাধ্য হয়েছিলো
  • নৈতিক কারণে অনেক অমুসলিম ব্যক্তি ইসলামিক সুপার ফান্ডের দিকে ঝুঁকছেন

কেউ যদি ট্যাক্সসহ মাসে ৪৫০ ডলারের বেশি আয় করেন তবে তিনি তার নিয়োগকর্তার কাছ থেকে সুপারএনুয়েশনে অর্থ পাওয়ায় যোগ্য হবেন। 

কিন্তু মেলবোর্ন-ভিত্তিক ফরচুন ওয়েলথ ক্রিয়েশন গ্রুপের আর্থিক পরামর্শদাতা রাশেষ ভাস্কর উদ্বিগ্ন যে অনেক নতুন অভিবাসীরাই জানে না তাদের সুপারএনুয়েসন কিভাবে কাজ করে।
মিঃ ভাস্কর বলেন, অনেকেরই একাধিক সুপার ফান্ড আছে। অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিসের হিসেবে অস্ট্রেলিয়ায় যতগুলো সুপার একাউন্ট আছে তাদের এক-চতুর্থাংশই একাধিক একাউন্টধারী। 

২০২১ সালের ১ জুলাই থেকে যদি কোন কর্মী চাকরি পরিবর্তন করে এবং তাদের সুপার একাউন্ট নির্ণয় না করে তবে নিয়োগদাতারা ওই কর্মীর বর্তমান একাউন্টেই সুপারের অর্থ দেবেন।  

আপনি সুপারএনুয়েশনের অর্থ তখনই তুলতে পারবেন যখন আপনি অবসর নেবেন, বা আপনার বয়স ৬৫ হবে কিংবা মানবিক কারণে, যেমন ডিসেবিলিটি বা কাজে অক্ষম হলে,  মেডিক্যাল চিকিৎসায়, বা অতিমাত্রার আর্থিক সমস্যায় পড়লে।
Family Time
Family Time Source: Getty Images
অস্ট্রেলিয়ান প্রুডেনটিয়াল রেগুলেশন অথরিটি বা APRA থেকে জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় অর্থিক সমস্যায় থাকা প্রায় ৪.৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান তাদের সুপারের অর্থ তুলতে বাধ্য হয়েছিলো। 

চার্টার্ড একাউন্টস অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ডের সুপারএনুয়েশন লিডার টনি নেগলাইন বলেন, আপনার যদি সুপার থেকে আগেই অর্থ তুলতে হয়, তবে পুনরায় সঞ্চয়ের জন্য স্যালারি স্যাক্রিফাইস বা নিয়োগকর্তার মাধ্যমে নিজ থেকে সুপারে অতিরিক্ত অর্থ জমার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। 

এদিকে আপনি যদি কম অর্থ আয় করেন, তবে সরকার সুপার কো-কন্ট্রিবিউশন স্কিমের মাধ্যমে আপনার অবসরের জন্য সঞ্চয়ে সাহায্য করতে পারে। 

মিঃ নেগলাইন বলেন, যারা ক্যাশ-ইন-হ্যান্ড বা ট্যাক্সবিহীন নগদ অর্থ আয় করেন, তাদের ট্যাক্স ফাইল নাম্বারের মাধ্যমে বেতন পেতে শুরু করা উচিত।
Food delivery Rider
Food delivery Rider Source: Getty Images
এসোসিয়েশন অফ সুপারএনুয়েশন ফান্ডস অফ অস্ট্রেলিয়ার মতে আজকের বাজারের হিসেবে মোটামুটিভাবে চলতে হলে ৬৫-ঊর্দ্ধ বয়স্কদের মধ্যে ব্যক্তি এবং যুগলদের যথাক্রমে বছরে ২৮,১৭৯ এবং ৪০, ৭৩৯ ডলার প্রয়োজন হবে।  

কিন্তু ২০১৭-১৮ অর্থবছরে অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের হিসেবে ১৫-উর্দ্ধ প্রতিটি পুরুষ এবং নারীদের গড় ব্যালান্স রয়েছে যথাক্রমে ১৬৮,৫০০ এবং ১২১,৩০০ ডলার। 

মিঃ ভাস্কর বলেন, অস্ট্রেলিয়ান সরকার দশ বছরের বেশি সময় অস্ট্রেলিয়ায় বাস করা ৬৬-উর্দ্ধ ব্যক্তিদের পেনশনের জন্যে যে অর্থ দেয়, তা অবসরের পর জীবন ধরণের জন্য যথেষ্ট নয়।  

অস্ট্রেলিয়ার একমাত্র ইসলামিক সুপারএনুয়েশন ফান্ড ক্রিসেন্ট ওয়েলথ অস্ট্রেলিয়ার বিজনেস অপারেশন্স ম্যানেজার ফাতমা সাউদ বলেন, সাম্প্রতিক সময়ে আসা অনেক অভিবাসী সুপারএনুয়েশন ফান্ডগুলোর সাথে যুক্ত নয় বা তারা এ বিষয়ে জানে না।
50 dollar notes.
Experts say super is the most tax effective way to saving for the future as super contributions are taxed at a lower rate than the marginal income tax rate. Source: Paul Kane/Getty Images
যেসব নারীরা আয় করে না এবং বাড়িতে থাকে এবং সেবা দেয়, তারা আরো এ বিষয়ে মোটেও অবগত নয়।  

মিঃ নেগলাইন বলেন, সুপার ফান্ড নিয়ে কিছু গবেষণার দরকার আছে, কারণ এটি আপনার মূল্যবোধ এবং আর্থিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ কিনা দেখতে হবে। 

মিজ সাউদ বলেন, নৈতিক কারণে অনেক অমুসলিম ব্যক্তি ইসলামিক ডুপের ফান্ডের দিকে ঝুঁকছেন, তারা স্বাস্থ্য, শিল্প, প্রপার্টি এবং গ্রীণ এনার্জি শিল্পে সচেতনভাবে বিনিয়োগ করতে চান।
মিঃ নেগলাইন বলেন, আপনার পেশার প্রকৃতি যাই হোক না কেন আপনার অবসরকালীন সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ, এমনকি অল্প পরিমানে করে হলেও আপনার তা করা উচিত। 

সুপারএনুয়েশন নিয়ে আরো জানতে 'মানি স্মার্ট' ওয়েবসাইট . ভিজিট করতে বা কোন আর্থিক পরামর্শদাতার সাথে যোগাযোগ করতে উপদেশ দেন ফাইনান্সিয়াল প্ল্যানার রাশেষ ভাস্কর। 

এছাড়া সার্ভিসেস অস্ট্রেলিয়ার ফাইনান্সিয়াল ইনফরমেশন সার্ভিসে ফোন করেও এ বিষয়ে কথা বলতে পারেন, আপনার ভাষায় বিনামূল্যে তথ্য পেতে ফোন করুন ১৩১২০২ এই নাম্বারে। 

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন। 

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

আরো দেখুন:

 


Share