কয়েকটি স্কীলড ভিসা সাবক্লাসে 'সেকশন ফোর্টি এইট বার' তুলে দেয়া হয়েছে, যেভাবে উপকৃত হবেন আবেদনকারীরা

Skilled migrants

Skilled migrants Source: Getty Images

১৩ নভেম্বর ২০২১ থেকে, কিছু কিছু সাবক্লাসে স্কীলড ভিসা আবেদনকারীদের জন্য সেকশন ফোর্টি এইট বার তুলে দেয়া হচ্ছে। আইনি প্রতিষ্ঠান আবু লিগ্যালের কর্ণধার ব্যারিস্টার আবু সিদ্দিক এসবিএস বাংলাকে ব্যাখ্যা করবেন ভিসা আবেদনকারীদের জন্য এর অর্থ কী।


ব্যারিস্টার আবু সিদ্দিক বলেন, সেকশন ফোর্টি এইট বার মাইগ্র্যাশনের একটি ধারা যেটি অস্ট্রেলিয়ার ভিতরে ভিসা আবেদনকারীদের উপর প্রযোজ্য হয়, যখন তারা ব্রিজিং ভিসাতে থাকেন এবং সেসময় ভিসা বাড়ানোর আবেদন যদি প্রত্যাখ্যাত হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে তারা সেকশন ফোর্টি এইট বার-এর সম্মুখীন হন এবং এর ফলে অস্ট্রেলিয়ার ভেতর থেকে তারা অন্য ভিসার জন্য আবেদন করতে পারেন না।
"১৩ নভেম্বর ২০২১ থেকে কিছু কিছু সাবক্লাসে সেকশন ফোর্টি এইট বার তুলে দেয়া হয়েছে। সেই সাবক্লাসগুলো হচ্ছে, ১৯০, ৪৯১ এবং ৪৯৪।"

তিনি বলেন, এর আগে সেকশন ফোর্টি এইট বার-এর কারণে অস্ট্রেলিয়ার বাইরে থেকে নতুন ভিসার আবেদন করতে হতো। এখন এই সাবক্লাসগুলোর আবেদনকারীরা অস্ট্রেলিয়ার ভেতর থেকেই আবেদন করতে পারবেন।
Barrister Abu Siddque
Barrister Abu Siddque Source: Barrister Abu Siddque
ব্যারিস্টার আবু সিদ্দিক বলেন, এটার সুবিধা তারাই পাবেন যারা অস্ট্রেলিয়ায় অনেকদিন সংগ্রাম করেছেন, যাদের স্কীল বা যোগ্যতা আছে, তারা এই সুযোগটা নিতে পারবেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার ভেতরে যারা আছেন, তাদের জন্য সেকশন ফোর্টি এইট বার না থাকা একটি 'বিরাট স্বস্তির' খবর। তাদের যদি রিজিওনাল এলাকায় স্পনসর থাকে তবে সাবক্লাস ৪৯৪-এ আবেদন করতে পারেন, যদি তাদের যথেষ্ট পয়েন্ট থাকে তবে স্টেস্ট স্পনসরশিপ সাবক্লাস ১৯০-তে এবং পয়েন্ট কিছু কম কিন্তু ৬৫-এর বেশি থাকে তবে রিজিওনাল এরিয়ার জন্য সাবক্লাস ৪৯১-এ আবেদন করতে পারেন।


"তবে এই পরিবর্তনের ফলে অস্ট্রেলিয়ার বাইরে যারা আছেন, তাদের জন্য তেমন কোন সুবিধা এখানে নেই, তবে অস্ট্রেলিয়া আগামী বছরে অভিবাসন বাড়াতে জোর প্রচেষ্টা চালাবে," বলছিলেন ব্যারিস্টার আবু সিদ্দিক।

ব্যারিস্টার আবু সিদ্দিকের পুরো সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

আরও দেখুন:

 


Share