“বাউল গান হচ্ছে আমাদের দিন শেষে একটা শান্তির জায়গা”

Sagor Baul.jpg

সাগর বাউল বলেন, “বাউল হচ্ছে আমাদের দিন শেষে একটা শান্তির জায়গা। আর, এটা আশা করি, অবশ্যই এটার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। নাহলে আজকে অস্ট্রেলিয়াতে কেউ বাউল গান শোনার জন্য আমাকে নিয়ে আসতো না।” Credit: Md Mehedi Hasan, BCA

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার বৈশাখী মেলা উপলক্ষে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে এসেছিলেন বাংলাদেশের সাগর বাউল। সিডনির ফেয়ারফিল্ডে গত ১৮ জুন ২০২৩, রবিবার মেলার সময়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেন তিনি।


বাংলাদেশে থেকে এবারই প্রথম অস্ট্রেলিয়ায় এসেছেন সাগর বাউল।

গানের ক্ষেত্রে অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছে। তিনি বলেন,

“সবসময়ে আমি যার ছত্রছায়ায় ছিলাম তিনি হলেন আমার বাবা। তার সূত্র ধরেই আমার এই সঙ্গীত জগতে আসা এবং তার অনুপ্রেরণায় আজকে এত দূর আসা।”
বাউল গানের বাদ্যযন্ত্রগুলো ভিন্ন, ঐতিহ্যবাহী এবং এগুলো তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। কিন্তু, এগুলোর দ্যোতনা আলাদা। তবে, ইদানিং আধুনিক যন্ত্র বাজিয়ে বাউল সঙ্গীত হচ্ছে। এতে কি বাউল গানের মৌলিক দিকগুলোর আবেদন কমে যাচ্ছে? এ প্রশ্নের জবাবে সাগর বাউল বলেন,

“বাউল গানটা হচ্ছে আমাদের দেশীয় একটা সঙ্গীত। আমাদের রুটস। এটা আমাদের শেকড়। এটাকে ছাড়া আমরা কখনই বাঁচতে পারবো না।”

তিনি মনে করেন, বাউল গানের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তিনি বলেন,

“আমরা বাউল গানের প্রতি যদি আগ্রহ কমিয়ে ফেলি তাহলে আমরা নিজেদের মনুষত্ব হারিয়ে ফেলবো, যেহেতু আমরা বাঙালী।”

“বাউল হচ্ছে আমাদের দিন শেষে একটা শান্তির জায়গা। আর, এটা আশা করি, অবশ্যই এটার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। নাহলে আজকে অস্ট্রেলিয়াতে কেউ বাউল গান শোনার জন্য আমাকে নিয়ে আসতো না।”

আধুনিক যন্ত্রের ব্যবহার সম্পর্কে তিনি বলেন,

“দিন শেষে দেশীয় ইন্সট্রুমেন্ট থাকলে একটা আদি ফিলটা পাওয়া যায়।”
সাগর বাউলের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share