“ব্যাংকিং খাত দূর্নীতিগ্রস্ত হলে তা অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলে; বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা তা-ই হয়েছে”

US dollars are displayed on a table in China - 15 Sep 2024

In this photo illustration, some U.S. dollar bills are displayed on a table. (Photo by Sheldon Cooper / SOPA Images/Sipa USA) *** Strictly for editorial news purposes only *** Source: SIPA USA / Sheldon Cooper / SOPA Images/Sheldon Cooper / SOPA Images/Sipa USA

একটি সহিংস আন্দোলনের পর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তিত হয়েছে, দায়িত্ব পালন করছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম। তার সাক্ষাৎকারের এই (দ্বিতীয়) পর্বে রয়েছে অর্থ পাচার, ব্যাংকিং খাত এবং দূর্নীতি নিয়ে আলোচনা।


বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে দেশটির ব্যাংকিং খাত নিয়ে গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম বলেন,

“ব্যাংকিং খাত যদি দূর্নীতিপরায়ণ হয়ে যায়, দূর্নীতিগ্রস্ত হয়ে যায়, সেখানে যদি ব্যাপক লুটপাট, অনিয়ম এবং অস্থিরতা তৈরি হয়, তাহলে তা অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলে। বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা তা-ই হয়েছে।”

ড. রেজা মোনেমের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share