একটি শরণার্থী কর্মসংস্থান প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রায় এক-চতুর্থাংশ গ্রাহক কাজ খুঁজে পেয়েছে।
নিউ সাউথ ওয়েলসে কমিউনিটি অর্গানাইজেশন সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল তাদের সেবা-কার্যক্রম পরিচালনা করে থাকে। তারা বলছে, তাদের মাধ্যমে ২৫ শতাংশ গ্রাহকের কর্ম-সংস্থান হয়েছে।
ডিপার্টমেন্ট অফ সোসাল সার্ভিসেস ২০১৩ সালে একটি সমীক্ষা চালায়। তাতে দেখা যায়, অস্ট্রেলিয়ায় আসার ১৮ মাস পরে মাত্র ১৭ শতাংশ শরণার্থী সবেতন কাজ পেয়েছিল। সেই তুলনায় এখন তাদের কাজ পাওয়ার হার অনেক ভাল।
সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনালের চিফ একজিকিউটিভ ভায়োলেট রুমেলিওটিস বলেন, এই প্রোগ্রামে দেখা গেছে, মানবিক সহায়তার আওতায় আসা ব্যক্তিরা সমজাতীয় গ্রুপ নয়।
২০১৭ সালে অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থনা করার আগে আফগানিস্তানে ডাক্তার হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন আনুশা রাফি। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় কাজ পাওয়ার ক্ষেত্রে এই প্রোগ্রাম তাকে সহায়তা করেছে।
একটি ইনস্যুরেন্স কোম্পানিতে তিনি এখন কাজ করেন। অস্ট্রেলিয়ার বাইরে অর্জিত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি লাভের জন্য চেষ্টাও তিনি করছেন।
সামাজিক উদ্যোগ দি ব্রেড অ্যান্ড বাটার প্রোজেক্টের মাধ্যমে গত ৫ বছরে ৩৫ জন শরণার্থীকে বেকিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের সবাই কাজ পেয়েছে।
জেনারেল ম্যানেজার ফিলিপ হোবান বলেন, আরও শরণার্থীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বিশেষত বেকিংয়ের ক্ষেত্রে। এই খাতে ২০২৩ সাল নাগাদ ২০ হাজার কর্মীর চাহিদা তৈরি হবে।
মিস্টার হোবান বলেন, শরণার্থীদের জন্য, যারা নিজেদের ব্যবসা চালু করতে চান, তাদের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে এই প্রোগ্রামটি ভাল।
সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনালের ভায়োলেট রুমেলিওটিস বলেন, গ্রাহকদের সঙ্গে তাদের সম্পর্ক একটু জটিল হলেও টেকসই।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।