এবারও বাতিল করা হয়েছে লাকেম্বার রামাদান নাইটস

People attend a street fair at night for Ifrar, or breaking the day's fast, during Ramadan in the suburb of Lakemba on June 01, 2019 in Sydney, Australia.

People attend a street fair at night for Ifrar, or breaking the day's fast, during Ramadan in the suburb of Lakemba on June 01, 2019 in Sydney, Australia. Source: Jaimi Chisholm/Getty Images

কোভিড-১৯ নিষেধাজ্ঞার কারণে সাউথ-ওয়েস্ট সিডনির লাকেম্বার জনপ্রিয় রামাদান নাইটস মার্কেটস গত বছরের মতো এবারও বাতিল করা হয়েছে। ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


রমজান মাসে লাকেম্বায় নানা রকম সুস্বাদু খাবার বিক্রি করা হয়ে থাকে বিকাল থেকে মাঝ রাত পর্যন্ত। ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের  এক স্টেটমেন্টে বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলস-এর বর্তমান পাবলিক হেলথ অর্ডার্স এবং রেস্ট্রিকশন্স অনুসারে, কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২১ সালে আনুষ্ঠানিক রামাদান নাইটস ইভেন্ট অনুষ্ঠিত হবে না।

কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


Share