'ইয়াং ক্যানবেরা সিটিজেন অফ দা ইয়ার অ্যাওয়ার্ড' জয়ী জাহিন তানভীর কমিউনিটিতে সেবা অব্যাহত রাখতে চান

Jahin Tanvir is seen with Ms Yvette Berry, ACT Minister for Education and Senior Bangladeshi community member Kamrul Chowdhury

Jahin Tanvir is seen with Ms Yvette Berry, ACT Minister for Education and Senior Bangladeshi community member Kamrul Chowdhury Source: Jahin Tanvir

দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি অভিবাসী জাহিন তানভীর 'ইয়াং ক্যানবেরা সিটিজেন অফ দা ইয়ার অ্যাওয়ার্ড' পেয়েছেন কমিউনিটি সার্ভিসেস ক্যাটেগরিতে। অনেকগুলো ইয়ুথ অর্গানাইজেশনের সাথে যুক্ত এই তরুণ বৃহত্তর অস্ট্রেলিয়ান কমিউনিটিতে তরুণদের সমস্যা সমাধানে কাজ করে চলেছেন।


ক্যানবেরায় ইয়ুথ লিডার হিসেবে কমিউনিটি সার্ভিস বিভাগে অ্যাওয়ার্ড লাভ করেছেন ২০ বছর বয়সী জাহিন তানভির। জাহিনকে অস্ট্রেলিয়ার দশজন 'তরুণ নেতৃত্বের' একজন হিসাবে মনোনীত করা হয়েছিল এবং সেখান থেকে চূড়ান্তভাবে তিনি আওয়ার্ডটি জেতেন।
Jahin Tanvir
Jahin Tanvir Source: Jahin Tanvir
জাহিন কনজিউমারস হেলথ ফোরামের প্রতিনিধিত্ব করেছিলেন; যা তরুণদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াতে এবং যুবকদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাটি আরও ভালভাবে চালিত করতে সহায়তা করেছে। তিনি হেলথ এন্ড ইয়ুথ কমিশনের স্বেচ্ছাসেবক, যেখানে তিনি কিশোর-কিশোরীদের জন্য গবেষণা এজেন্ডা তৈরী করেন। নানাবিধ ইয়ুথ ওয়ার্কের সাথে জড়িত জাহিন তানভীর কথা বলেছেন এসবিএস বাংলার সাথে। 

উল্লেখ্য ইয়াং ক্যানবেরা সিটিজেন অফ দা ইয়ার 'ইয়ং এচিভার' বিভাগে আরও একজন বাংলাদেশি নাইরৌং ত্রিপুরাও পুরস্কার পেয়েছেন।

জাহিন তানভীরের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আমাদের  ভিজিট করুন।

আরও দেখুনঃ 




Share