সমাজে মায়েদের বিবিধ ভূমিকা শিল্পকর্মে তুলে ধরেছেন শিল্পী হাসিনা চোধুরী মিতা

Hasina Chowdhury Mita portrays various roles of mothers in her artworks.

Hasina Chowdhury Mita portrays various roles of mothers in her artworks. Source: Hasina Chowdhury Mita

হাসিনা চৌধুরী মিতা তরুণ বয়সেই শিল্পী হিসাবে তাঁর সৃজনশীল যাত্রা শুরু করেছিলেন। তিনি মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটির ফাইন আর্টসের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। ১৯ এপ্রিল থেকে আরএমআইটিতে শুরু হতে যাচ্ছে তার একক চিত্র প্রদর্শনী যার থিম হচ্ছে 'মা'।


হাসিনা চৌধুরী মিতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলায় স্নাতকোত্তর শেষ করেছেন এবং এরপর তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। বর্তমানে তিনি আরএমআইটি ইউনিভার্সিটি, মেলবোর্নে ফাইন আর্টস-এ স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন।

১৯ এপ্রিল থেকে আরএমআইটির ফার্স্ট সাইট গ্যালারীতে তার প্রথম একক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। প্রদর্শনী চলবে ২০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত। তিনি এসবিএস বাংলাকে জানাচ্ছেন তার প্রদর্শনী এবং সৃজনশীল কাজগুলো সম্পর্কে।
Hasina Chowdhury Mita
Artist Hasina Chowdhury Mita Source: Subir Photography
হাসিনা চৌধুরী মিতার এই চিত্র প্রদর্শনীর মূল বিষয় হচ্ছে 'মা'। বিষয়টি বেছে নেয়ার কারণ সম্পর্কে বলেন, যে কোন সমাজেই একজন মা নানাবিধ ভূমিকা রেখে চলেছেন, কিন্তু সেইসব কাজের কোন স্বীকৃতি নেই; বহুমাত্রিক সামাজিক প্রত্যাশার চাপে এই সমাজের মায়েরা তাদের 'আইডেন্টিটি' হারিয়ে ফেলেন। মায়েদের এইসব ভূমিকাগুলোই তিনি তুলে ধরেছেন তার চিত্রকর্মে।
Hasina Chowdhury Mita portrays various roles of mothers in her artworks.
Hasina Chowdhury Mita portrays various roles of mothers in her artworks. Source: Hasina Chowdhury Mita
একটি সংস্কৃতিমনা পরিবারে বড় হলেও তিনি বলেন, "ছবি আঁকা বা শিল্প-সংস্কৃতি চর্চায় পরিবারের সমর্থন থাকলেও চিত্রকলাকে পেশা হিসেবে নেয়ার বিষয়টি নিয়ে কেউ সমর্থন করতে চায় নি।" 

তিনি বলেন, বাংলাদেশের যে বর্তমান আর্থ- সামাজিক কাঠামো বিরাজ করছে তা একজন শিল্পীর জন্য চিত্রশিল্পকে পেশা হিসেবে নেয়াটা যথেষ্ট প্রতিকূল। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই তিনি তারা সৃজনশীল যাত্রা এগিয়ে নিতে চান। 

হাসিনা চৌধুরী মিতার পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন। 

 শুনুন প্রতি সোমবার এবং আরও খবর দেখতে শনিবার সন্ধ্যা ৬টায় এবং আমাদের  ভিজিট করুন।

আরও দেখুনঃ 



 

 


Share