শুরু হচ্ছে মাহে রমযান

Bango la salamu za Ramadan

Bango la salamu za Ramadan Source: iStockphoto

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৬ অথবা ৭ মে শুরু হতে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় মাস মাহে রমযানের মাস। রোযার গুরুত্ব ও বিভিন্ন ফজিলত নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের প্রেসিডেন্ট, ইসলামী চিন্তাবিদ জনাব গোলাম কিবরিয়া।


চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৬ অথবা ৭ মে শুরু হতে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় মাস মাহে রমযানের মাস।

রোযার গুরুত্ব ও বিভিন্ন ফজিলত নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের প্রেসিডেন্ট, ইসলামী চিন্তাবিদ জনাব গোলাম কিবরিয়া।

মিনিস্টার অফ রিলিজিয়ন গোলাম কিবরিয়া পবিত্র কুরআনের তিনটি আয়াত ব্যাখ্যা করে বলেন,

“তাক্ওয়া ও কুরআন এবং রোযার একটা ত্রিমুখী সম্পর্ক দেখতে পাচ্ছি। অর্থাৎ কিনা, রোযার মাধ্যমে তাক্ওয়া এবং তাক্ওয়ার মাধ্যমে কুরআন থেকে হেদায়াত পাওয়া এবং হেদায়াত পেলেই হক্ এবং বাতিল নির্ধান করা সম্ভব।”

রোযার মাসে করণীয় সম্পর্কে তিনি বলেন,

“হাদীসে এ মাসে চারটি কাজ বেশি বেশি করার ব্যাপারে গুরুত্ব প্রদান করা হয়েছে। বেশি বেশি কালেমা তাইয়্যেব পাঠ করা, বেশি বেশি এস্তেগফার করা, বেহেশতপ্রাপ্তির জন্য বেশি বেশি দোয়া করা, দোযখ থেকে বাঁচার জন্য বেশি বেশি কান্নাকাটি করা।”

এদিকে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের ফেসবুক পেজে গ্রান্ড ইমাম ড. ইব্রাহিম আবু মোহাম্মদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সোমবার, ৬ মে ২০১৯ থেকে অস্ট্রেলিয়ায় রোযা শুরু হবে।
ইসলামী চিন্তাবিদ গোলাম কিবরিয়ার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .




Share