অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচনে কিবরিয়া-আনিছ প্যানেল বিজয়ী

গত ৭ অক্টোবর, রবিবার সিডনির মিন্টোতে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচন। এতে বিজয়ী হয়েছে গোলাম কিবরিয়া-আনিছুল আফসার প্যানেল।

AMWC

Sydney's Muslim community leaders Source: SBS

অস্ট্রেলিয়ায় বাংলাভাষী মুসলমানদের অন্যতম বড় সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ অক্টোবর, রবিবার। সিডনির মিন্টোতে আল ফয়সাল কলেজে সকাল দশটা থেকে শুরু হয় সাধারণ সভার কার্যক্রম। এরপর, দুপুর একটার দিকে শুরু হয় ভোট গ্রহণ এবং তা চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ভোট গণনার কাজ চলে মধ্যরাত পর্যন্ত।

এ নির্বাচনে দু’টি পদ ছাড়া বাকি সব ক’টিতে বিজয়ী হয় গোলাম কিবরিয়া-আনিছুল আফসার প্যানেল। পরাজিত করিম-আমিন প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন জনাব মোফাজ্জল ভূঁইয়া এবং একজিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ ইলিয়াস।

নির্বাচনে বিজয়ী কিবরিয়া-আনিছ প্যানেলের পক্ষ থেকে আনিছুল আফসার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

নির্বাচনে পরাজিত করিম ইকবাল-মোহাম্মদ নুরুল আমিন প্যানেলের পক্ষ থেকে বিজয়ী গোলাম কিবরিয়া-আনিছুল আফসার প্যানেলকে অভিনন্দন জানানো হয় এবং সমস্ত ভোটারের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

Follow SBS Bangla on .


Share
Published 8 October 2018 3:36pm
Updated 8 October 2018 5:05pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends